বাংলা হান্ট ডেস্কঃ অতীতেও বারংবার বানান ভুল নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে বাবুল সুপ্রিয়কে। এদিন আরো একবার সেই একই ঘটনা ঘটালেন তিনি। এমনকি তাঁর ভুল বানান প্রসঙ্গে বিতর্ক এতটাই বৃদ্ধি পেলো যে শেষ পর্যন্ত সেই পোস্টটি ডিলিট করতে বাধ্য হন বাবুল। কি এমন রয়েছে সেই পোস্টে?
সম্প্রতি, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বাবুল সুপ্রিয়। একদা বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল শাসকদলে যোগ দেওয়ার পরেই বালিগঞ্জ নির্বাচন কেন্দ্রে জয়লাভ করে বর্তমানে বিধায়ক পদে বিরাজ করছেন। তবে বিজেপি দল হোক কিংবা তৃণমূল, বলিউডের জনপ্রিয় এই গায়কের বানান ভুলের স্বভাব এতোটুকুও বদলালো না!
অতীতে দিলীপ ঘোষের বানান ঠিক করতে গিয়ে একটি টুইট করেন বাবুল, যেখানে তিনি নিজেই আবার বানান ভুল করে বসেন। আর এদিন শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে একটি পোস্ট শেয়ার করেন তৃণমূল বিধায়ক। সেখানেই ঘটে বিপত্তি! এদিন একটি ছবি শেয়ার করেন বাবুল, যেখানে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পা ছুঁয়ে প্রণাম করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ছবিটির ক্যাপশনে বাবুল সুপ্রিয় লেখেন যে, “আপনি যদি বিজেপিতে ওপরে ‘উঠতে’ চান, তাহলে এই ভাবে শিরদাঁড়া বেচে ‘নিচে’ নামতে হবে।”
তবে এ তো গেল সঠিক বাক্য; কিন্তু বাবুল সুপ্রিয় প্রথমে যে পোস্টটি করেন সেখানে দেখা যায় বেশ কয়েকটি ভুল। সেই পোস্টে ওপরে লেখার স্থানে তিনি ওপচ লিখে বসেন এবং বেচে-র স্থানে বেঁচে লেখেন। এছাড়াও বাক্য গঠনে অতিরিক্ত ‘কমা’ দিয়েও ভুল করে বসেন বাবুল। যদিও পরে সেই ভুলগুলিকে শুধরে নিয়ে পুনরায় নতুন একটি পোস্ট শেয়ার করলেও শেষ পর্যন্ত বিতর্কের ঝড় ওঠাকে থামাতে অক্ষম হন বাবুল।