প্রথম একাদশ দূর! একটা গুরুত্বপূর্ণ পদও নেই, তথাগত চট্টোপাধ‍্যায়ের কটাক্ষের পালটা দিলেন বাবুল

বাংলাহান্ট ডেস্ক: ‘ধৈর্য হারালে পতন হবেই’, বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) এই ভাষাতেই কটাক্ষ করেছিলেন বিজেপি সাংসদ তথাগত রায় (Tathagata Roy)। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল বিজেপি ছেড়ে তৃণমূলে আসেন। কিন্তু বেশ অনেক মাস হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ পদ তিনি পাননি সবুজ শিবিরে। সেই প্রসঙ্গেই গায়ক রাজনীতিককে ঠুকেছিলেন বিজেপি নেতা তরুণজ‍্যোতি তিওয়ারি এবং তথাগত।

শুরুটা হয় তরুণজ‍্যোতির একটি টুইট দিয়ে। বাবুলের নাম নিয়ে তিনি তীব্র কটাক্ষ শানিয়ে লেখেন, ‘প্রথম একাদশে খেলতে চাওয়া বাবুল সুপ্রিয় তৃণমূলের জাতীয় কর্মসমিতি তেও জায়গা পেল না? ধুস…’

913937 uvthofowye 1533102062 2
সেই টুইটের উত্তরেই তথাগত লেখেন, ‘আমার একটু দুঃখই হচ্ছে। ছেলেটাকে আমি ভালবাসতাম। ওর বাড়িতে গিয়েছি, খেয়েছি, ওঁর বাবার সঙ্গে গল্প করেছি। এর থেকে একটা জিনিস প্রমাণ হয়। রাজনীতিতে ধৈর্য হারালে পতন হবেই। বোকাটা যদি একবার আমাকে জিজ্ঞেস করত!’

পালটা একটি ভিডিও বার্তায় তথাগত রায়কে উত্তর দিয়েছেন বাবুল। তাঁকে বলতে শোনা যায়, “আপনি ঠিকই বলেছেন। আপনি আমার বাড়িতে এসেছেন, খেয়েছেন। এক আধবার নয়, একাধিক বার। আমার বাবার সঙ্গে গল্প করেছেন। আর সেই জন‍্য আমি পার্টি বদল করার পরে, আপনি আমাকে যে ভাষায় আক্রমণ করেছিলেন তার উত্তরে আমি একটা ব‍্যক্তিগত ফোন করেছিলাম।”

বাবুল আরো বলেন, “সমালোচনা আপনি করতেই পারেন। ঠিক সিদ্ধান্ত বলে তো কিছু হয় না। একটা সিদ্ধান্ত নেওয়ার পরে বিশ্বাস থাকতে হয় যে সেটা সঠিক করে দেখাব।” একটা উদাহরণ দিয়ে বাবুল বলেন, রামদেব বাবা তাঁকে বলেছিলেন বাংলায় বিজেপি একটাও আসন পাবে না। সে সময়ে তিনি রাজনীতির কিছুই বুঝতেন না। তাও সেই চ‍্যালেঞ্জটা গ্রহণ করে আসন পেয়ে দেখিয়েছিলেন তিনি।

Capture 28
প্রসঙ্গত, প্রথমে রাজনৈতিক সন্ন‍্যাস নেওয়ার কথা বললেও পরে সিদ্ধান্ত বদল করে তৃণমূলে এসে সবাইকে চমকে দিয়েছিলেন বাবুল। তখনি তিনি জানিয়েছিলেন, রিজার্ভ বেঞ্চে বসতে চান না তিনি। প্রথম একাদশেই থাকতে চান। তৃণমূল বড় সুযোগ দিয়েছে। এভাবেই তিনি বুঝিয়ে দেন মন্ত্রীত্ব যেতেই ফুলবদল করেছেন প্রাক্তন মন্ত্রী।

Niranjana Nag

সম্পর্কিত খবর