গোটা পরিবার সহ করোনায় আক্রান্ত হওয়ার পর অমিত শাহের কাছে বিশেষ দাবি বাবুল সুপ্রিয়’র

বাংলা হান্ট ডেস্কঃ ওমিক্রনের আতঙ্কের মধ্যেই, রাজধানী দিল্লি এবং মুম্বাইয়ের পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যেও করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। আর এরই মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি নিজেই ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ট্যুইট করে এই তথ্য দিয়েছেন।

বাবুল সুপ্রিয় লিখেছেন- ‘আমি, আমার স্ত্রী এবং অনেক কর্মীদের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু আমার উদ্বেগের বিষয় হল, গুরুতর অসুস্থ কোভিড-১৯ রোগীদের দেওয়া ককটেল ভ্যাকসিনের দাম ৬১ হাজার টাকা। আমার বাবা ৮৪ বছর বয়সী এবং ওনার জন্য এই ককটেল ভ্যাকসিনের জরুরী প্রয়োজন। আমি এখুনি এটি কিনতে হবে. আর্থিকভাবে দুর্বল মানুষ কিভাবে এটি কিনতে সক্ষম হবে।”

বাবুল সুপ্রিয় আরেকটি ট্যুইটে লেখেন, ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া মানুষেরাও করোনায় আক্রান্ত হচ্ছেন। তাই সরকারের উচিৎ তৎপরতা দেখানো এবং বর্তমানে চলা ভ্যাকসিনেশ্ন অভিযানের পাশাপাশি ককটেলও উপলব্ধ করানো। ভ্যাকসিন আবশ্যক, কিন্তু ককটেলও সময়ের সঙ্গে দরকার।”

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূলের নেতা নিজের এই পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যকে ট্যাগ করে ভ্যাক্সিনেশনের পাশাপাশি ককটেলও উপলব্ধ করানোর আর্জি জানিয়েছেন।

ad

Koushik Dutta

সম্পর্কিত খবর