সূত্রপাত মমতার বিজয়া সম্মিলনী থেকে! বাবুলকে নিয়ে বাড়ছে জল্পনা, ফের বিজেপিতে যাচ্ছেন গায়ক?

বাংলা হান্ট ডেস্ক: ফের জল্পনা বাড়ছে বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) নিয়ে। সম্প্রতি, ইন্দ্রনীল সেনের (Indranil Sen) সঙ্গে তাঁর বাদানুবাদ দেখেছে বাংলা। আর এবার মমতার (Mamata Banerjee) বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে গরহাজির থেকে জল্পনা বাড়ালেন বাবুল সুপ্রিয়।

সোমবার দক্ষিণ কলকাতার অধিকাংশ নেতাই ভবানীপুরে (Bhawanipur) মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগদান করেছিলেন। কিন্তু উল্লেখযোগ্যভাবে, সেখানে দেখা গেল না বালিগঞ্জের (Ballygunge) বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়কে।

উল্লেখ্য, ২০২১ সালে বিনা মেঘে বজ্রপাত হয়। হঠাৎই বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করেন বাবুল সুপ্রিয়। এরপর মন্ত্রিসভারও দায়িত্ব পান বাবুল। একদা নরেন্দ্র মোদীর (Narendra Modi) আস্থাভাজন থেকে ১৮০ ডিগ্রি ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মন্ত্রিসভার সদস্য হয়ে যান বালিগঞ্জের এই বিধায়ক। কিন্তু সেই বাবুলই কেন উপস্থিত হলেন না এই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে?

রাজনৈতিক মহলের পাশাপাশি বিভিন্ন মানুষের মধ্যেও এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে। উল্লেখ্য, রাজ্যেরই মন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে তাঁর চরম ঝামেলা বলে জানা গিয়েছে। আর এই ঝামেলায় এখন আরও কৌতুহল বৃদ্ধি করছে। তাহলে কি লোকসভা ভোটের আগে ফের বিজেপিতে প্রত্যাবর্তন করতে চলেছেন বাবুল?

যদিও এই বিষয়ে বাবুল সুপ্রিয় বলেছেন, ‘ওসব কিছু নয়। এই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান ভবানীপুর কেন্দ্রিক, গোটা দক্ষিণ কলকাতার (South Kolkata) নয়। গত বছর আমাকে ডাকা হয়েছিল, তাই আমি গিয়েছিলাম।’


Monojit

সম্পর্কিত খবর