পরতে পরতে নস্টালজিয়া, গায়ক বাবুলের কামব্যাকে আবেগে ভাসলেন শ্রোতারা, রিলিজেই সুপারহিট ‘শুধু তোমারই জন্য’

বাংলাহান্ট ডেস্ক : চলছে প্রেমের মাস, প্রেমের সপ্তাহ। আজকের দিনটা ফুরোলেই আগামীকাল ভ্যালেন্টাইনস ডে। বিশেষ দিনটিকে ঘিরে কতই না আয়োজন, উন্মাদনা! আর এবারের প্রেমদিবসটা আরো স্পেশ্যাল বানানোর দায়িত্ব নিলেন খোদ সঙ্গীতশিল্পী তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। দীর্ঘদিন পর চেনা মেজাজে সঙ্গীত জগতে ফিরলেন তিনি। শ্রোতাদের উপহার দিলেন ভ্যালেন্টাইনস ডে সিঙ্গল ‘শুধু তোমারই জন্য’।

ভ্যালেন্টাইন স্পেশ্যাল গান আনলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)

বাঙালি আর প্রেমের বন্ধন চিরদিনের। গানের মধ্যে দিয়েও তা ফিরে ফিরে এসেছে বারবার। আর ডি বর্মনের ‘রুবি রায়’ থেকে অঞ্জন দত্তের ‘বেলা বোস, নচিকেতার ‘নীলাঞ্জনা’, কি শিলাজিতের ‘ঝিন্টি’, প্রেমের নানান অনুভূতি প্রকাশের জন্য বাঙালি সবসময় ঝুঁকেছে গানের দিকে। আর এই সমস্ত ‘চিরস্মরণীয়’ গানের নস্টালজিয়াই আবারও ফিরিয়ে এনেছেন বাবুল (Babul Supriyo)। ফুটিয়ে তুলেছেন নতুন আঙ্গিকে।

Babul supriyo released valentines special song

ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে গানটি: ‘শুধু তোমারই জন্য’ আগাগোড়াই চমকে মোড়া। এ গান এক নিমেষে ফিরিয়ে নিয়ে যাবে সেই পুরনো দিনে, যখন প্রেম ছিল নির্ভেজাল। মিউজিক ভিডিওতেও দর্শকদের বড় সারপ্রাইজ দিয়েছেন বাবুল (Babul Supriyo)। গোটা ভিডিও জুড়ে ফুটে উঠেছে ‘চন্দ্রবিন্দু’ খ্যাত উপল সেনগুপ্তের অ্যানিমেশন। সঙ্গীতশিল্পীর পাশাপাশি তিনি যে একজন দক্ষ কার্টুনিস্ট তা তো জানেন অনেকেই। আর এই দুজনের যুগলবন্দী যে সুপারহিট হবেই তা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই ইউটিউবে মিউজিক ভিডিওটিতে ভিউ প্রায় সাড়ে ৫ লক্ষ!

আরও পড়ুন : “দেউলিয়া” হওয়ার পথে আমেরিকা! মাস্কের ঘোষণায় বড় বিপাকে ট্রাম্প

কী বলছেন নেটিজেনরা: বাবুল (Babul Supriyo) লিখেছেন, গান এবং ভিডিওর বিষয়বস্তু নিয়ে অনেকদিন ধরেই ভাবনাচিন্তা করছিলেন তিনি। কলেজ সহপাঠী উপলের এই প্রতিভাকে ফুটিয়ে তোলারও একটি ভাবনা ছিল। বাবুল (Babul Supriyo) জানান, তিনি এমন কিছু করতে চেয়েছিলেন যেখানে সমগ্র আমেজটাকেই সুন্দর ভাবে ফুটিয়ে তোলা যাবে। উপরন্তু এই প্রথম বার নিজে মিউজিক ভিডিওর পরিচালনাও করেছেন বাবুল সুপ্রিয়।

আরও পড়ুন : নামমাত্র TRP-তে আর টেকা গেল না, চ্যানেলের এক কোপে মোটে সাত মাসেই “খেল খতম” জোড়া সিরিয়ালের!

সঙ্গীতশিল্পী বাবুলের কামব্যাকে উচ্ছ্বসিত শ্রোতারাও। একজন লিখেছেন, ‘আপনি গানের জগতে থাকলে এমন আরো কত গান আমরা উপহার হিসেবে পেতাম’। আরেকজন লিখেছেন, ‘আবার ফিরে আসুন গানের জগতে। এত সুন্দর গানের গলা, এটা ঈশ্বরের দান’।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর