স্ত্রীর সঙ্গে প্রথম বার সুইজারল‍্যান্ড, স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে গিয়ে হানিমুনের ছুটি চেয়েছিলেন বাবুল সুপ্রিয়!

বাংলাহান্ট ডেস্ক: ‘দাদাগিরি’তে (Dadagiri) সেলিব্রিটি স্পেশ‍্যাল পর্ব মানেই চেনা তারকাদের হাঁড়ির খবর উঠে আসা। দাদাগিরির এই নবম সিজনে অন‍্য বারের তুলনায় এই ধরনের বিশেষ পর্ব একটু বেশিই হয়েছে। বিভিন্ন সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা তো বটেই, একাধিক পর্বে এসেছেন বড়পর্দার অভিনেতা অভিনেত্রী, গায়ক, গায়িকারাও।

গত রবিবার ছিল জুটি স্পেশ‍্যাল পর্ব। বিনোদন জগতের জনপ্রিয় জুটিদের নিয়ে দাদাগিরির আসর বসিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ‍্যায়। এসেছিলেন যশ দাশগুপ্ত নুসরত জাহান, বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ও স্ত্রী রচনা শর্মা, মিউজিক‍্যাল জুটি জয় সরকার ও লোপামুদ্রা মিত্র এবং ওম সাহানি ও মিমি দত্ত।

PicsArt 04 27 04.17.49 scaled
সেখানেই রচনার সঙ্গে প্রেম কাহিনি শুরুর গল্পটা বলেন বাবুল। পেশায় বিমানসেবিকা ছিলেন রচনা শর্মা। এক বিমান যাত্রার সময়েই তাঁর সঙ্গে আলাপ বাবুলের। প্রথম দেখাতেই গায়ক রাজনীতিবিদের বেশ মনে ধরেছিল রচনাকে। কিন্তু যেই তিনি বেল বাজিয়ে জল চান তখন অন‍্য একজন জল নিয়ে আসে।

পরপর দুবারের পর রচনাই আসে। মেয়ে কেমন বুঝদার সেটা দেখার জন‍্য কফি নিয়ে বড়সড় ফিরিস্তি দিয়ে বসেছিলেন বাবুল। রচনা কফিটা নিয়ে আসতেই সময় নষ্ট না করে বাবুল সোজা প্রশ্ন করেন, ‘আপনি কি বিবাহিত?’ সৌরভ শুনে থ! বলেই বসেন, “প্রথমবার একজন মহিলার সঙ্গে দেখা হতে প্রশ্ন, তিনি বিবাহিত কিনা!”

বাবুলের স্পষ্ট উত্তর, তিনি সময় নষ্ট করতে চাননি। কিন্তু এই প্রশ্নে খুব রেগে গিয়েছিলেন রচনা। তখন অবশ‍্য পরিস্থিতি সামাল দিতে বাবুল বলেছিলেন, তিনি তো আপত্তিকর কিছু জিজ্ঞাসা করেননি। তিনি কে সেটা সকলেই জানেন। রচনার সঙ্গে আলাদা দেখা করতে চান। যদি তিনি রাজি না হন কোনো অসুবিধা নেই‌।

https://www.facebook.com/100576070036744/posts/6551954341565519/

তারপরেই সুযোগ বুঝে নম্বর চেয়ে নেন বাবুল। একটি কাগজ আর পেন এগিয়ে দিয়ে বলেন নম্বরটা লিখে দিতে। বাবুলের কথা মতো নম্বর লিখেও দিয়েছিলেন রচনা। কিন্তু বাবুলের চোখকে ফাঁকি দিতে পারেননি তিনি। সঙ্গে সঙ্গে ওই নম্বরটি কেটে দিয়ে গায়ক বলেন, এবার আসল নম্বরটা দিতে। ব‍্যস, ওতেই মন গলে যায় রচনার। প্রেম কাহিনি শুনে সৌরভ বলে ওঠেন, “এক দিনেই এত কিছু!”

প্রসঙ্গত, ২০১৬ তে বিয়ে করেন বাবুল ও রচনা। হানিমুনে যাওয়ার জন‍্য স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে গিয়ে ছুটি চেয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। পাঁচ বছরে বাবুল রচনার মধ‍্যে এতটুকুও কমেনি ভালবাসা। এখনো তিনি যেখানেই যান স্ত্রী আর মেয়েকে সঙ্গে করে নিয়ে যান।

Niranjana Nag

সম্পর্কিত খবর