বড় মঞ্চে উঠেই ঘেঁটে গেলেন বাবুল! দিদির সামনেই হারিয়ে গেল শব্দ, গাইলেন ভুল গান

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি রাজনৈতিক জীবনে কিছুটা ঘেঁটে গিয়েছিলেন বাবুল সুপ্রিয় (babul supriyo)। গত বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে বিধায়ক আসনে পরাজয়ের পর কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া সবকিছু নিয়ে কিছুটা টালমাতাল অবস্থায় ছিলেন বাবুল সুপ্রিয়। তারপর মনস্থির করে বিজেপি ছাড়লেন এবং গিয়ে নাম লেখালেন তৃণমূল শিবিরে।

একদা যে দলকে এবং সর্বোপরি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের তুলোধনা করতেন, আজ তারাই বাবুলের আপনারজন। কিন্তু এবার সেই কাছের মানুষদের সামনেই বেশকিছুটা ঘেঁটে গেলেন বাবুল সুপ্রিয়।

বিষয়টা হল, বুধবারই নজরুল মঞ্চে আয়োজিত হয়েছিল জাগোবাংলার উৎসব সংখ্যা প্রকাশ অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, নচিকেতা-সহ রাজ্যের মন্ত্রী, সাংসদ, বিশিষ্ট জনেরা। তাঁদের সামনে বড় মঞ্চে গান গাইতে উঠে, গানের লাইনই গুলিয়ে ফেললেন বাবুল সুপ্রিয়।

PTI28 07

এদিন অনুষ্ঠানে বেশিরভাগ শিল্পীই দিদির লেখা ও সুর করা গান গেয়েছিলেন। কিন্তু সদ্য তৃণমূলে এসেই বাবুল সেই ঝুঁকি না নিয়ে গাইলেন প্রতুল মুখোপাধ্যায়ের কালজয়ী গান ‘আমি বাংলায় গান গাই’। আর ব্যাস সেই গান গেয়েই স্যোশাল মিডিয়ায় ট্রোলের শিকার হলেন বাবুল।

প্রথম থেকেই ভুলে ভরা গান পরিবেশন করলেন বাবুল। ‘বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ’র বদলে গাইলেন ‘বাংলা গানের সুর’। এখানেই শেষ না, ‘আমি বাংলায় ভালবাসি, আমি বাংলাকে ভালবাসি/ আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি!’- এই লাইনগুলো গুলিয়ে এমনভাবে পরিবেশন করলেন, যার মাথা মুন্ডূ কিছুই উদ্ধার করা গেল না।

সর্বদা অন্যকে টিপ্পুনি করা বাবুলের গলায় এমন গান শুনে ট্রোল শুরু হল নেটদুনিয়ায়। এদিন তাঁকে দেখে এমন মনে হচ্ছিল, যেন হঠাৎ করেই তাঁকে গান গাইতে বলা হয়েছে, তিনি যেন আগে থাকতে প্রস্তুতই ছিলেন না।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর