সংগীত চর্চায় মগ্ন বাবুল! উত্তম মঞ্চে মাইক হাতে হেমন্ত মুখোপাধ্যায়ের গান গাইলেন বিধায়ক

বাংলা হান্ট ডেস্কঃ একাধারে তিনি রাজনীতিবিদ, আবার অপরদিকে দীর্ঘ কেরিয়ারে গেয়েছেন একাধিক জনপ্রিয় গান। বলিউড (Bollywood) থেকে বাংলা, প্রতিটি স্থানে গানের মাধ্যমে দেশবাসীর মনে জায়গা করে নিয়েছেন। আবার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) থেকে বিজেপিতে (BJP) দাপটের সঙ্গে করে চলেছেন রাজনীতি। তিনি বাবুল সুপ্রিয় (Babul Supriyo)।

সম্প্রতি, পদ্মফুল ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদানের মাধ্যমে গোটা বাংলায় খবরের শিরোনামে রয়েছেন বাবুল। সেই সংগীতশিল্পীর কন্ঠে এবার শোনা গেল প্রয়াত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জনপ্রিয় গান, ‘অলিরও কথা শুনে বকুল হাসে’।

রাজনৈতিক কেরিয়ার শুরু করলেও সংগীত যে সর্বদা তাঁর কাছে প্রাধান্য পায়, একথা অতীতকাল থেকেই বলে এসেছেন বাবুল সুপ্রিয়। সেই কারণে রাজনীতির জন্য বাংলা সহ দিল্লির বিভিন্ন প্রান্তে ছুটলেও সংগীতের চর্চায় কখনোই খামতি দেননি তিনি। মাঝের সময় একাধিক গানের অ্যালবাম বের করেন বাবুল। এর মাঝে গতকাল উত্তম মঞ্চে একটি গানের অনুষ্ঠানে হাজির হন তৃণমূল কংগ্রেস নেতা। কালীঘাটের অন্তর্গত উত্তম মঞ্চে হাজির হয়ে সেখানে উপস্থিত সকলের উদ্দেশ্যে গান শোনালেন তিনি।

সেই সংক্রান্ত একটি ভিডিও এদিন নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন বাবুল, যেখানে তাঁকে প্রয়াত হেমন্ত মুখোপাধ্যায়ের গান ‘অলিরও কথা শুনে বকুল হাসে/ কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো’ গানটির সংলাপ গাইতে শোনা যায়। মুহূর্তের মধ্যেই হাততালিতে ভরে যায় গোটা হল। ভিডিওটি শেয়ার করে বাবুল লেখেন, “আজ উত্তম মঞ্চে বন্ধু সৌম্য বসুর অ্যাকাডেমির অনুষ্ঠানে। হঠাৎ গাওয়া।”

উল্লেখ্য, গায়ক সৌম্য বসুর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বাবুলের। সম্প্রতি একটি গানের অ্যালবামে দুজনে একসঙ্গে কাজও করেন। পাশাপাশি ‘ভোরের হাওয়া’, ‘তুমি কেমন করে’, ‘যদি তারে নাই চিনি গো’-র মত একাধিক গানের অ্যালবামে কাজ করেছেন সৌম্য। তাঁর একাডেমির অনুষ্ঠানে গতকাল গান গাইতে শোনা যায় বাবুলকে।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে চলেছে এবং সকলেই তাঁর গানটিকে বেশ পছন্দ করেছে। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী যেমন লেখেন, “বাবুলের দেবদাসের গানটা খুব ভাল লাগে। “পথ চেয়ে বসে আছি/ কত যুগ কত পল/ আমার এই পথ চাওয়া/ হবে কি বিফল।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর