‘বাঙালীদের পছন্দ করেন না প্রধানমন্ত্রী” নরেন্দ্র মোদীকে কটাক্ষ বাবুলের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় মন্ত্রিত্ব হারিয়ে রাজনৈতিক সন্ন্যাস নিয়েছিলেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। এরপর আচমকাই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে শামিল হতে তৃণমূলে যোগ দেন। ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার পর থেকেই বাবুল সুপ্রিয় বাঙালীবাবু হওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন। কিছুদিন আগে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বর্ণপরিচয় উপহার দেওয়ার কথা বলেছিলেন সাংসদ।

এরপর দিলীপ ঘোষের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ভুল বাংলা লেখা থাকায় কটাক্ষ করেছিলেন বাবুল সুপ্রিয়। যদিও, তিনি কটাক্ষ করতে গিয়ে নিজেই ট্রোলের শিকার হন। কারণ তিনি দিলীপ ঘোষের ভুল বাংলা ধরাতে গিয়ে নিজে ভুল বাংলা লিখেছিলেন। আর এবার সেই বাংলা আর বাঙালী নিয়ে সরাসরি মোদী অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগলেন বাবুল।

দিল্লি থেকে বাংলা ফেরার পর আসানসোলের সাংসদ আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘আমার মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাঙালীদের পছন্দ করেন না। আর সেই কারণেই বিগত ৭ বছরে বাংলা থেকে একজনও পূর্ণমন্ত্রী হননি।” তিনি বলেন, ভোটে জয়ী হওয়া বাঙালীদের প্রতি অসামঞ্জস্যপূর্ণ আচরণ করা হচ্ছে।

বাবুল সুপ্রিয়র এই মন্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া দেন বিজেপির নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, মন্ত্রিত্ব না পেয়ে দল ছেড়েছেন বাবুল সুপ্রিয়। কিন্তু ৭ বছর ওনার মত-পথ সব একই ছিল। মন্ত্রী থাকাকালীন সব ভালো লাগছিল। আর এখন অন্য কথা বলছেন। আসলে উনি ইতিহাস জানেন না। আমাদের দল তৈরি হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাতে। তাই আমাদের এসব শেখাতে আসা ভুল।

সম্পর্কিত খবর

X