‘নিজেদের মুখেই কালি মেখে চলেছে বিজেপি’, কালী বিতর্কে প্রথমবার মুখ খুললেন বাবুল সুপ্রিয়

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে একের পর এক বিতর্ক সৃষ্টি হয়ে চলেছে দেশের রাজনীতিতে, যার প্রভাব আন্তর্জাতিক ক্ষেত্রেও পড়েছে। সবচেয়ে বড় কথা, পয়গম্বর ইসুতে নূপুর শর্মার (Nupur Sharma) বিতর্কিত মন্তব্য হোক কিংবা সম্প্রীতি মা কালী বিতর্কে দেশের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে ক্রমাগত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়ে চলেছে। এর মাঝে আবার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress), বিজেপি (BJP) এবং অন্যান্য দলগুলি নিজেদের মধ্যে রাজনৈতিক তরজা বৃদ্ধি করে চলেছে।

একদিকে মহুয়া মৈত্রের মা কালীর বিতর্কে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে বিজেপি দ্বারা তাঁকে একের পর এক কটাক্ষ ছুঁড়ে দেওয়ায় বঙ্গ রাজনীতিতেও বিতর্কের রেশ ছড়িয়েছে আর এবার এই বিতর্কে অবশেষে মুখ খুললেন প্রাক্তন বিজেপি সাংসদ তথা তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়। সম্প্রতি বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করেছেন বাবুল সুপ্রিয়। এরপর থেকে একাধিক সময়ে নিজের পুরনো দলের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে দেখা যায় বাবুলকে। সম্প্রতি মা কালী বিতর্কে সেই আক্রমণাত্মক মেজাজেই এদিন ধরা দিলেন তৃণমূল নেতা।

বাবুলের দাবি, “কালী বিতর্কে একাধিক বিতর্কিত পদক্ষেপের দ্বারা বিজেপি আসলে নিজেদের মুখেই কালি মেখে চলেছে। আসলে বাঙালিকে মূর্খ বলে মনে করে বিজেপি। ওরা কখনোই আমাদেরকে বুঝতে পারবে না।”

উল্লেখ্য, কয়েকদিন পূর্বে মা কালী তথ্যচিত্র এবং সেই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত পোস্টার শেয়ার করার পর থেকেই গোটা দেশজুড়ে বিতর্কের পরিস্থিতি সৃষ্টি হয়। একটি ছবিতে মা কালীকে সিগারেট খেতে দেখার ফলের প্রতিবাদে সামিল হয় বহু মানুষ। এরপরেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র মা কালীকে ‘মদ ও মাংসের দেবী’ বলে আখ্যা দিলে বাংলার পাশাপাশি অন্যান্য একাধিক বিজেপি শাসিত রাজ্যগুলিতে তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করা হয়। মধ্যপ্রদেশে যেমন মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করে বিজেপি। ঠিক তেমনভাবে বাংলাতেও শুভেন্দু অধিকারীর পাশাপাশি বিজেপি নেতৃত্ব প্রতিবাদে রাস্তায় নামে।

পরবর্তীতে, যদিও তৃণমূল নেত্রী উল্টে বিজেপিকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তবে এরপর থেকে বিজেপির বেশ কয়েকটি পদক্ষেপ উল্টে ‘লোক দেখানো’ বলেই মনে করছেন একদা বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। এক্ষেত্রে রাস্তায় রাস্তায় বিক্ষোভ থেকে শুরু করে গতকাল শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়ে তাঁকে মা কালীর ছবি উপহার দেন। পাশাপাশি অন্যান্য বিজেপি কর্মীদের হাতেও মা কালীর মূর্তি দেখতে পাওয়া যায়। সম্প্রতি দ্রৌপদী মুর্মুর বঙ্গ সফরের মাঝে বিরোধী দলনেতা দ্বারা তাঁকে দেবীর একটি মূর্তি তুলে দেওয়া হয়। এই সকল ঘটনা অতিরঞ্জিত বলেই দাবি করছেন বাবুল সুপ্রিয়।

babul 6

তিনি বলেন, “এই সকল ঘটনার মাধ্যমে বিজেপি আসলে নিজেদের মুখে কালি মেখে চলেছে। আসলে ওরা বাঙালিদের মূর্খ বলে মনে করে। আমাদের বোঝা কখনোই ওদের দ্বারা সম্ভব নয়।” শেষপর্যন্ত এই বিতর্ক কোথায় গিয়ে থামে, তা এখন বৃহৎ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।


Sayan Das

সম্পর্কিত খবর