‘হুমকি উপেক্ষা করে মানুষ হলে আসছেন’, শাহরুখের ‘পাঠান’ বিরোধীদের ধুয়ে দিলেন বাবুল সুপ্রিয়

বাংলাহান্ট ডেস্ক : ‘বয়কট বলিউড”, এই ট্রেন্ড বিগত দু’বছর থেকে চলে আসছে। বড় পর্দায় এখন যে সিনেমাই মুক্তি পাক না কেন বিরোধিতা এবং সমালোচনার শিকার হচ্ছে। সে রণবীর আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ হোক বা অক্ষয় কুমারের বেশ কিছু সিনেমা। বলিউডের (Bollywood) এইরকম প্রতিকূল অবস্থাতেই গত বুধবার, ২৫শে জানুয়ারি মুক্তি পেলো শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’ (Pathaan)। শাহরুখ (Shahrukh Khan) ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম।

সমালোচকরা চেষ্টা করেছিলেন এই সিনেমাটিকেও ব্যান করতে। বেশ কিছু খুঁতও বের করেছিলেন। তার মধ্যে অন্যতম ছিল দীপিকার পোশাকের রং। কিন্তু এতো কিছুর পরেও সমালোচকদের কোনো কথাই ধোপে টিকলো না। শাহরুখের লাস্ট সিনেমা ছিল ‘জিরো’। যা ২০১৮ সালে মুক্তি পায়। এখন সেই সমালোচক থেকে বিভিন্ন সেলিব্রিটি মহলে শোনা গেলো এই সিনেমার সুনাম। এখন এই সিনেমাকে প্রশংসা করলেন বাবুল সুপ্রিয়ও (Babul Supriyo)।

গতকাল অর্থাৎ ২৬শে জানুয়ারি তিনি এই সিনেমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে তাঁর অফিসিয়াল টুইটারে একটি টুইট করেন। তিনি তাতে লেখেন যে, করোনা মহামারীর পরে বলিউডে একটি ভালো সিনেমা মুক্তি পেলো, যার দ্বারা বলিউড হয়তো এবার আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। এবং মানুষ এখন আবার সিনেমা হলে যাওয়া শুরু করতে চলেছে এই সিনেমার মাধ্যমে।

তিনি তাঁর টুইটে পরিষ্কার করেই উল্লেখ করেছেন যে, মানুষ সমালোচক এবং কিছু রাজনৈতিক দলের হুমকি এবং ভয়কে উপেক্ষা করেই হলে গিয়ে সিনেমা দেখছেন। এটি একটি নিঃসন্দেহে ভালো দিক। অনেক সাধারণ মানুষ এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, এটি তাঁদের রুজি রোজগার। তাই সাধারণ মানুষ হয়ে তাঁদের পাশে দাঁড়াতে পেরে তিনি খুশি।

 

এর থেকেই বোঝা যাচ্ছে তিনি বিরোধী পক্ষকে উদ্দেশ্য করেই এই কথাগুলি পোস্টে লিখে ছিলেন। পাশাপাশি তিনি আরআরআর সিনেমার প্রশংসা করেও একটি রিপ্লাই টুইট করেছিলেন। তিনি সেখানে লেখেন যে, নিশ্চই আরআরআর সিনেমাটি অস্কার পেতে বাধ্য, তিনি আশাবাদী যে, এই সিনেমাটি বিশ্ব জুড়ে ৮০০ কোটি টাকার ব্যবসা করবেই।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর