দিল্লীতে নিজের আবাসে মমতা ব্যানার্জীর সরকারের বিরুদ্ধে ধরনায় বসলেন বাবুল সুপ্রিয়

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গোটা ভারত করোনার বিরুদ্ধে লড়াই করছে। সবরকম সতর্কতা পালন করে মানুষ সামাজিক দূরত্ব আর লকডাউনের নিয়ম পালন করছে। আর এরই মধ্যে পশ্চিমবঙ্গের বিজেপির (BJP) সাংসদ এবং নেতারা রবিবার মমতা ব্যানার্জীর  (Mamata Banerjee) সরকারের বিরুদ্ধে দিল্লীতে প্রদর্শন করেন। রবিবার দিল্লীতে বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) আবাসে দলের অন্যান্য সাংসদরাও জড় হন। মমতা ব্যানার্জীর বিরুদ্ধে প্রদর্শনে জোটা বিজেপির সাংসদরা সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে প্রতিবাদ করেন।

গতকাল বিজেপি তৃণমূল সরকারের বিরুদ্ধে রাজ্যে করোনা ভাইরাসের সঠিক পরিসংখ্যান লুকানোর অভিযোগ এনে বলেছিল, মমতা ব্যানার্জী আর ওনার দল রাজ্যে করোনা ভাইরাসের আক্রান্ত এবং মৃতের সংখ্যাতেও হেরফের করছে। আরেকদিকে বিজেপির সাংসদ দেবশ্রী চৌধুরী অভিযোগ করে বলেছিলেন, রাজ্যে বিজেপির সাংসদ এবং নেতাদের ঘরে থাকতে বাধ্য করছে তৃণমূল, কিন্তু ওদের দলের নেতা, নেত্রী এবং কর্মীরা দেদার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন।

এছাড়াও রাজ্যে করোনার পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়া কেন্দ্রীয় টিম শনিবার পশ্চিমবঙ্গ সরকারের উপর অসহযোগিতার অভিযোগ তুলেছে। কেন্দ্রীয় দলের এই অভিযোগের পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়।

তৃণমূলের তরফ থেকে কটাক্ষ করে বলা হয়েছে যে, এই কেন্দ্রীয় টিম ভারতের সবথেকে অসংবেদনশীল টিম। পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজীব সিনহাকে দেওয়া একটি চিঠিতে কেন্দ্রীয় টিমকে যাতায়াতের জন্য বাহন না দেওয়ার অভিযোগ এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য না দেওয়ার অভিযোগ করা হয়েছিল। শিলিগুড়িতে যাওয়া কেন্দ্রীয় পর্যবেক্ষকের দল এই অভিযোগ করেছিল।

সম্পর্কিত খবর

X