মন্ত্রিসভায় জায়গা পেয়ে আপ্লুত! প্রথম একাদশে সুযোগ পেতেই মমতা-অভিষেককে ধন্যবাদ বাবুলের

বাংলা হান্ট ডেস্কঃ মাঝের এক বছরে যাত্রাপথে বহু সমস্যার সম্মুখীন হতে হয়, তবুও হাল ছাড়েননি তিনি। কখনো যেমন মানুষের ভালবাসা পেয়েছেন, তো আবার কখনো ভাগ্যে জুটেছে সমালোচনা; তবে গত বছর আগস্ট মাস থেকে এ বছর আগস্ট, এক বছর ঘুরতে না ঘুরতেই তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মন্ত্রিসভায় জায়গা করে নিলেন একদা বিজেপি (BJP) সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)।

উল্লেখ্য, গত বছর আগস্ট মাসে বিজেপির সকল পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন বাবুল। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগদানও করেন তিনি। মাঝের সময়ে দলের হয়ে অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি বালিগঞ্জ উপনির্বাচন কেন্দ্র থেকে বিধায়ক পদে জয়লাভ করলেও এদিন মন্ত্রিসভায় তাঁর অন্তর্ভুক্তি বঙ্গ রাজনীতিতে বেশ উল্লেখযোগ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়ে বাবুল বলেন, “৩ রা আগস্ট থেকে ৩রা আগস্ট, একটা মুশকিল সফর ছিল।”

এদিন গোটা পরিবারকে সঙ্গে নিয়ে মন্ত্রিসভার অনুষ্ঠানে হাজির হন বাবুল সুপ্রিয়। শপথ বাক্য পাঠ করার পরেই তৃণমূল কংগ্রেস বিধায়ক জানান, “মানুষ যেভাবে আমাকে ভালোবাসা উজাড় করে দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ থাকবো। আমাদের যেমন সব সময় মানুষের কথা শুনতে হয়, ঠিক তেমনভাবে অনেক সময় সমালোচনাও জোটে কপালে। তবে আমি একটাই কথা বলতে চাই, এতদিন যদি ১০০ শতাংশ দিই, তবে এবার থেকে আপনাদের জন্য ২০০ শতাংশ দেব।” উল্লেখ্য, বিজেপি থেকে ইস্তফা দেওয়ার সময় বাবুল সেরা একাদশে সদস্য হওয়ার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেন আর এদিন অবশেষে তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভায় যুক্ত হতে পারে আপ্লুত তিনি। সূত্রের খবর, পরিবহন দফতরে দায়িত্ব পেতে চলেছেন বাবুল সুপ্রিয়।

Babul supriyo

প্রসঙ্গত, এদিন তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভায় মোট ৯ জন শপথ বাক্য পাঠ করেন। পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেন পার্থ ভৌমিক, বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী, উদয়ন গুহ এবং প্রদীপ মজুমদার। অপরদিকে প্রতিমন্ত্রী হয়েছেন বীরবাহা হাঁসদা, বিপ্লব রায় চৌধুরী, সত্যজিৎ বর্মন এবং তাজমুল হোসেন। এক্ষেত্রে, কে কোন পদে দায়িত্ব পেতে চলেছে, তা নিয়ে ক্রমশ জল্পনা সৃষ্টি হয়েছে। তবে সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যে একটি তালিকা তৈরি করা হয়ে গিয়েছে। সূত্রের খবর, কৃষি দফতরের দায়িত্ব দেওয়া হতে চলেছে প্রদীপ মজুমদারকে, আবার অপরদিকে সেচ দফতর পেতে চলেছেন বিপ্লব রায় চৌধুরী।

ad

Sayan Das

সম্পর্কিত খবর