বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) হোয়াটসঅ্যাপ (Whatsapp) হ্যাক (Hacked) হতেই তোলপাড় শুরু হয়েছে শাসকদলের অন্দরে। তবে শুধুমাত্র শাসকদল নয়, এমনকি ভয় ধরেছে আমজনতার মনেও। বাবুল নিজেই স্ট্যাটাস দিয়ে এই কথা জানিয়েছেন। একটি সংবাদমাধ্যমকে বাবুল জানিয়েছেন, ভুয়ো লিংক পাঠিয়ে হ্যাক করা হয় তার হোয়াটসঅ্যাপ। তিনি জানান হ্যাক হওয়ার পর নিজে থেকেই ১৫০-২০০ জনের কাছে চলে গিয়েছিল মেসেজ।
বাবুল সুপ্রিয় বলেছেন, “একটা লিংক এসেছিল আমার কাছে। সেই লিংকে ক্লিক করার সাথে সাথেই আমাকে দেখানো হয়েছে ৮৮ জনকে মেসেজ করা হয়েছে। ওই লিংক বন্ধ করার পর দেখি আমার হোয়াটসঅ্যাপ থেকে অন্যান্য ১৫০-২০০ জনের কাছে ওই লিংক চলে গিয়েছে। কোনও গন্ডগোল হচ্ছে বুঝতে পেরে আমি বন্ধ করে দিই মোবাইল। কম্পিউটারের সাহায্যে ফোন রিসেট মেরে ফের চালু করি। তবে বোঝা মুশকিল যে এখন ঠিক হয়েছে কিনা।”
রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে তিনি রাজ্যের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন। শুধু তাই নয়, ঘটনাটির গুরুত্ব অনুধাবন করেই বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যে কথা বলেছেন কয়েকজন পুলিশ আধিকারিকের সাথে। পাশাপাশি বাবুল সুপ্রিয়র আরোও সংযোজন, যাদের কাছে তার হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ গিয়েছিল তাদের সাবধান করতে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, আজই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার সময় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী পেগাসাসের প্রসঙ্গ তুলে ধরে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন। একই সঙ্গে তিনি আরোও বলেন, ভারতীয় গণতন্ত্রের মৌলিক কাঠামোর উপর আঘাত হানা হচ্ছে। তাঁর ফোনে আড়ি পাততে ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আর দুপুরেই রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়ের হোয়াটস্অ্যাপ হ্যাক হয়ে যাওয়ার ঘটনা জোর চর্চার বিষয় হয়ে উঠেছে।