বাংলা হান্ট ডেস্কঃ ২০১৪ সালে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রথমবার রাজনীতির ময়দানে পা রাখেন ‘বোম্বে কাঁপানো” গায়ক বাবুল সুপ্রিয়। এরপর তিনি বিজেপির টিকিটে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে প্রার্থীও হন। গোটা ভারতে মোদী ঝড় বাংলায় তেমন ভাবে আছড়ে না পড়লেও, আসানসোলে সহজেই জয় হাসিল করে নেন বাবুল।
আসানসোলে জয় পেতেই একেবারে কেন্দ্রীয় মন্ত্রীও হয়ে যান তিনি। এরপর ২০১৯-র লোকসভা নির্বাচনে একই কেন্দ্র থেকে আবারও বিজেপির হয়ে ময়দানে নামেন বাবুল। সেবারও বিপুল ভোটে জয় পান তিনি। আর দ্বিতীয় বারের জন্য কেন্দ্রীয় মন্ত্রীও হন বাংলার এই গায়ক।
তবে ২০২১-এ কেন্দ্রীয় মন্ত্রীসভার রদবদল আর সম্প্রসারণে বাদ পড়ে বাবুলের নাম। এরপর তিনি আক্ষেপ প্রকাশ করে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা করেন। তিনি জানান, রাজনীতি ছাড়ছেন কিন্তু সাংসদ পদ ছাড়বেন না। আর আজীবনই তিনি বিজেপির একজন সাধারণ সমর্থক হিসেবে কাজ করে যাবেন।
রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা পর বাবুল সুপ্রিয়কে নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল জল্পনা ছড়িয়েছিল। একসময় এও শোনা গিয়েছিল যে, বাবুল তৃণমূলে যোগ দিতে পারেন। কিন্তু সাংসদের এক কথা হাজার কথার সমান, সেটা প্রমাণিত করে তিনি অন্য কোনও দলে যোগ দেন নি আর ইচ্ছেও প্রকাশ করেন নি।
তবে এখন রাজনীতির সন্ন্যাস ছেড়ে দিয়ে আবারও দলের হয়ে প্রচারে নামছেন বলে জানা গিয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, ভবানীপুরে বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের হয়ে তিনি প্রচারে যেতে পারেন। রাজনীতি ছাড়াও প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে বাবুলের। আর বাবুল সুপ্রিয়র হাত ধরেই প্রিয়াঙ্কা রাজনীতির ময়দানে পা রেখেছিলেন। সেই সূত্রেই হয়ত বাবুল সুপ্রিয় নিজের সন্ন্যাস ভেঙে প্রিয়াঙ্কার জন্য প্রচারে নামতে চাইছেন।