বাংলাহান্ট ডেস্ক: রানু মণ্ডলের (Ranu Mondal) বায়োপিকে গান গাইছেন না বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। পরিচালক হৃষিকেশ মণ্ডল নিজেই সমস্ত জল্পনার অবসান ঘটালেন। গায়ক রাজনীতিবিদ নিজের মানসিক স্থিরতার জন্য সময় চেয়েছিলেন বলে জানিয়েছেন পরিচালক। কিন্তু তারপরেও যে ভাবে ‘দ্বিচারিতা’ চালিয়ে গিয়েছেন তাতে হতাশ ‘মিস রানু মারিয়া’র পরিচালক।
ভাইরাল রানু মণ্ডলের অতীত জীবন নিয়ে একটি হিন্দি ছবি বানাতে চলেছেন পরিচালক হৃষিকেশ মণ্ডল। সেই ছবিতেই গান গাওয়ার কথা ছিল বাবুল সুপ্রিয়র। তিনি রাজিও হয়েছিলেন। কিন্তু নানান কারণ দেখিয়ে তিন তিন বার প্রত্যাখ্যান করেছেন ছবি নির্মাতাদের। পরিচালকের তরফে এসেছিল এমনি অভিযোগ।
পালটা বাবুল আনন্দবাজার অনলাইনের কাছে দাবি করেন, তিনি দিনে দুটির বেশি গান গান না। সেই মতো দুটি গান রেকর্ড করে এসেছেন বাবুল। তাঁর মতে, এতে প্রতিটি গানের প্রতি সুবিচার করা হয় বলে বক্তব্য গায়কের। কিন্তু এখন আর ওই ছবির গানটি তিনি গাইবেন না বলেই জানিয়ে দিয়েছেন।
এরপরেই পরিচালক স্পষ্ট জানিয়ে দেন, ‘অপেশাদারিত্ব’ তাঁর পছন্দ নয়। তাই তাঁর ছবিতে বাবুল সুপ্রিয়কে দিয়ে গান গাওয়াবেন না। সোশ্যাল মিডিয়ায় পরিচালকের দাবি, সংবাদ মাধ্যমকে অনেক মিথ্যে কথা বলেছেন বাবুল। আর তাঁর সাক্ষী ছবির গোটা টিম। সাহসী সিদ্ধান্তটা বাবুল নয়, নিয়েছেন পরিচালক ও ছবির প্রযোজকরাই।
হৃষিকেশ মণ্ডলের কথায়, ‘বাবুল দা তাঁর মানসিক স্থিরতার জন্য সময় চেয়েছিলেন আমার কাছে। তার পরেও দ্বিচারিতা আমার ভাল লাগেনি। তাই সোজা সরল ভাষায় বলে দিয়েছি “আন প্রফেশনাল প্র্যাকটিস। গাইতে হবে না”।’
গত সোমবার রাতে রেকর্ডিং স্টুডিওতে এসেও ক্লান্ত থাকায় বায়োপিকের গান রেকর্ড করতে পারেননি বাবুল। এদিন আরো কিছু ছবির গান রেকর্ড করার কথা ছিল তাঁর। সব বাতিল করে দিয়ে শুধু রানুর বায়োপিকের জন্য ফটোশুট করেন বাবুল। গান রেকর্ডিংয়ের জন্য আবারো সময় দেন মঙ্গলবার সকালে।
পরিচালক জানিয়েছিলেন, এদিনও গায়ক এসেছিলেন ঠিকই। অন্যান্য ছবির গান রেকর্ডও করেন। কিন্তু রানু মারিয়ার ছবির গান রেকর্ডের সময়েই নাকি বলেন তাঁর শরীর অসুস্থ লাগছে। পরপর তিনদিন কথা দিয়েও ঘোরানোর পর পরিচালক নিজেই বাবুলকে বারণ করে দিলেন গান গাইতে।