বাংলা হান্ট ডেস্কঃ ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (JVM) এর সভাপতি বাবুলাল মারান্ডি (Babulal Marandi) সোমবার বিজেপিতে (Bharatiya Janata Party) যোগ দেবেন। এছাড়াও উনি নিজের দলকে বিজেপির সাথে বিলয় করবেন। আর এর জন্য ওনার দলের কেন্দ্রীয় সমিতি মঞ্জুরিও দিয়ে দিয়েছে। শোনা যাচ্ছে যে, মারান্ডিকে বিজেপিতে বড় দায়িত্ব দেওয়া হতে পারে। ওনার দলের নেতারা বিজেপিতে মিশে যাওয়া নিয়ে বড়ই উৎসুক। মারান্ডির ঘর ওয়াপসির অবসরে আয়োজিত অনুষ্ঠানে ২০ হাজার কর্মী অংশ নেবেন বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আর বিজেপির সভাপতি জেপি নাড্ডা ১৭ই ফেব্রুয়ারি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
JBM এর প্রধান মহাসচিব অভয় সিং বলেন, ওনার দলের বিজেপিতে বিলয় হওয়া একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। উনি জানান, এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য পঞ্চায়েত স্তরের কর্মীরাও আসবেন। উনি বলেন, ঝাড়খণ্ডের উন্নতি আর জাতীয়তাবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দলের কর্মীরা নতুন উদ্দীপনা আর উৎসাহের বার্তা নিয়ে অনুষ্ঠানে যোগ দেবেন।
বিলয়ের পর সংগঠনের স্বরুপ আর তাতে বাবুলাল মারান্ডির ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। বিজেপি নেতা মারান্ডিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার কথা বলেছেন। কিন্তু মারান্ডি জানিয়েছেন, তিনি সামান্য কর্মী হিসেবেই বিজেপিতে যুক্ত হবে। উনি কোন পদের লালসায় নেই। মারান্ডি অমিত শাহকে আবেদন করে বলেছেন, তিনি যেন দলের বিলয় অনুষ্ঠানে উপস্থিত থাকেন।
সুত্র অনুযায়ী, JBM বিজেপিতে মিশে যাওয়ার পর বাবুলালকে বড় পদ দেওয়া হতে পারে। আপনাদের জানিয়ে দিই, ২০০ সালে যখন বিহারের থেকে আলাদা হয়ে ঝাড়খণ্ড রাজ্য হয়েছিল, তখন বাবুলাল বিজেপির দিগগজ নেতা ছিলেন আর রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন।