হাড্ডাহাড্ডি ম্যাচে ১২ রানে জয় পেল পাঞ্জাব, বেবি এবি-র দুরন্ত ব্যাটিং সত্ত্বেও ফের হার রোহিতদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজও এলো না জয়। ডিওয়াল্ড ব্রেভিস এবং তিলক ভার্মার দুরন্ত ব্যাটিং সত্ত্বেও ব্যাটিং লাইন-আপে গভীরতার অভাবে ফের হারের মুখ দেখতে হলো মুম্বাই ইন্ডিয়ান্সকে। অপরদিকে শিখর ধাওয়ানের সাথে ব্যাট হাতে অধিনায়কোচিত ইনিংস খেললেন ময়ঙ্ক আগরওয়াল। পরে কাগিসো রাবাদা, ওডেন স্মিথদের দুরন্ত বোলিংয়ের দৌলতে মরশুমে পঞ্চম জয় পেল পাঞ্জাব। পয়েন্টস টেবিলে তারা উঠে এলো তিন নম্বরে।

প্রথমে ব্যাট করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন পাঞ্জাবের দুই ওপেনার ময়ঙ্ক আগরওয়াল এবং শিখর ধাওয়ান। চলতি মরশুমটা খুব একটা ভালো যাচ্ছিল না পাঞ্জাব কিংস অধিনায়ক ময়ঙ্ক আগরওয়ালের। কিন্ত আজ অফফর্ম কাটিয়ে দুরন্ত ছন্দে ছিলেন তিনি। তাকে যোগ্য সঙ্গত দেন ধাওয়ান। ৩২ বলে ৬ টি চার ও ২ টি ছক্কা সহ ৫২ রান করেন ময়ঙ্ক। ৫০ বলে ৭০ রানের বড় ইনিংস খেলেন ধাওয়ানও। তাদের মধ্যে ৯৭ রানের একটি বড় পার্টনারশিপও হয়।

কিন্তু তাদের আউট হওয়ার পরে বুমরা ও উনাদকাট দ্রুত ফিরিয়ে দেন ফর্মে থাকা লিভিংস্টোন এবং ব্রিটিশ উইকেটরক্ষক জনি বেয়ারস্টোকে। ফলে রান যতটা বেশি হবে মনে হচ্ছিল শেষপর্যন্ত ততটা বেশি হয়নি। শাহরুখ খান (১৫) এবং উইকেটরক্ষক জিতেশ শর্মার (৩০*) ক্যামিওতে ভর করে স্কোরবোর্ডে ১৯৮ রান তোলে পাঞ্জাব। বুমরা বাদে সকল মুম্বাই বোলারই আজ অকাতরে রান বিলিয়েছেন।

dewald brevis 1

রান তাড়া করতে নেমে ফের দ্রুত আউট হন ঈশান কিষান। প্রথম দুই ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে থাকা ঈশান আচমকাই যেন রাস্তা হারিয়েছেন। রোহিত শর্মা (২৮) টানা দ্বিতীয় ম্যাচে ভালো শুরু করে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ওপেনারদ্বয় আউট হওয়ার পরে মুম্বাইয়ের ইনিংসকে টানেন বেবি এবি বলে পরিচিত ডিওয়াল্ড ব্রেভিস। রাহুল চাহারের এক ওভারে ১টি চার ও ৪ টি ছক্কা সহ ২৯ রান করেন ব্রেভিস। বেবি এবি-কে যোগ্য সঙ্গত দিচ্ছিলেন তরুণ তিলক। কিন্তু ব্রেভিস ২৫ বলে ৪৯ এবং তিলক ২০ বলে ৩৬ রানে আউট হওয়ার পর ফের চাপে পড়ে যায় মুম্বাই। তাদের শেষ আশা ছিল সূর্যকুমার ও পোলার্ডের জুটি। কিন্তু তাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে রান আউট হন পোলার্ড। মরিয়া চেষ্টা করেও ২২ রান বাকি থাকাকালীন রাবাদার বলে বড় শট মারতে গিয়ে আউট হন সূর্যকুমার। দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ২৯ রান দিয়ে রোহিত ও সূর্যকুমারের উইকেট নেন রাবাদা। শেষপর্যন্ত ওডেন স্মিথের (৪/৩০) দুরন্ত লাস্ট ওভার এবং মুম্বাই ব্যাটিং লাইন আপে গভীরতার অভাবে খুব কাজে এসেও ১২ রানে হারতে হয় মুম্বাইকে। টানা ৫ ম্যাচে জয়ের দেখা পেলেন না রোহিতরা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর