রাজীব মুখার্জী, হাওড়া, ৭ বছরের এক শিশুকে অপহরণের পর খুনের অভিযোগ উঠল নিজের আত্মীয়র বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে হাওড়ার সাঁকরাইল এর রাজগঞ্জে। পুলিশ সূত্রে খবর গত ৭ই আগস্ট দুই পরিবারের মধ্যে ঝামেলা এবং মারামারির ঘটনা ঘটে দুই পরিবারের সদস্যদের মধ্যে।
মূলত পারিবারিক বিবাদকে কেন্দ্র করেই অশান্তি বাঁধে। জুমান মনসুরির পরিবার সাঁকরাইল থানায় তার আত্মীয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। গত ৭ই আগস্ট ৭ বছরের প্রথম শ্রেণীর ছাত্র রজত আলী বাড়ির সামনে খেলছিল। দুপুর ১২ টার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি বলে অভিযোগ। শিশুটির পরিবারের লোক রাত পর্যন্ত তার কোন সন্ধান না পেয়ে সাঁকরাইল থানায় জুমান মনসুরির পরিবারের নামে অপহরণের অভিযোগ করে। গতকাল ওই শিশুর দেহ উদ্ধার হয় উলবেরিয়া জেটি ঘাট থেকে। দেহটি গঙ্গায় ভেসে এসেছিল। উলুবেড়িয়া থানার পুলিশ দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
ওই শিশুর পরিবারের অভিযোগ তাকে অপহরণ করে খুন করা হয়েছে। মূলত দুই পরিবারের মধ্যে শত্রুতার কারণে খুন বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যে সাঁকরাইল থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় জুমান মনসুরি নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
বাকিরা ঘরে তালা দিয়ে পালিয়েছে। পুলিশ জানিয়েছে পোস্টমর্টেম রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।