রাস্তার ধারে গার্ডওয়ালে আটকে বাচ্চা হাতি, উন্নয়নই কি বন‍্যপ্রাণের পক্ষে বাধা? প্রশ্ন তুলছে ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ‍্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এখন সোশ‍্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ‍্যাল মিডিয়ার বিভিন্ন প্ল‍্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও (video) শেয়ার হয়। তার মধ‍্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল (viral)। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে।
শুধু মানুষ নয়, বহু পশুপাখির ভিডিয়োও ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়। কখনও কুকুর, কখনও ভাল্লুক আবার কখনও টিয়াপাখির ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।
ভিডিওটি কেরল তামিলনাড়ু সীমান্তের নাদুকানি চুরাম এলাকায় তোলা। ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার পাশের গার্ডওয়াল পেরোতে গিয়ে গলদঘর্ম হচ্ছে এক হস্তিশাবক। বারবার চেষ্টা করা সত্ত্বেও কিছুতেই গার্ডওয়ালটি পেরোতে পারছেনা ছোট্ট হাতিটি। আসলে তার ছোট শরীরের তুলনায় গার্ডওয়ালের বাধা যেন পাহাড়প্রমাণ।

IMG 20200705 WA0019
এই কাণ্ড দেখে রাস্তায় দাঁড়িয়ে পড়ে বেশ কয়েকটি ট্রাক। ছোট হাতিটি যাতে আরও ভয় না পায় তার জন‍্যই ট্রাক চলাচল কিছুক্ষণের জন‍্য বন্ধ হয়ে যায় রাস্তায়। বাচ্চা হাতির এই দুর্দশা দেখে এগিয়ে আসে এক বড় হাতি। নিজের শুঁড়ের সাহায‍্যে গার্ডওয়ালের ওপর তুলে নেয় হাতিশাবককে।
প্রাক্তন পরিবেশমন্ত্রী জয়রাম রমেশও নিজের টুইটার হ‍্যান্ডেলে শেয়ার করেন এই ভিডিও। ক‍্যাপশনে লেখেন, ‘এই কারনেই বন‍্যপ্রাণীদের কথা মাথায় রেখে আমাদের উন্নয়ন করা উচিত। হাতিটির ভয়ের আরও কারন না বাড়িয়ে ট্রাক চালকরা যে অপেক্ষা করেছেন সেজন‍্য তাদের প্রশংসা প্রাপ‍্য।’

ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। সেই সঙ্গে আরও একটি প্রশ্ন উঠে এসেছে, মানুষের সুযোগ সুবিধার জন‍্য করা উন্নয়নই কি বাধা হয়ে দাঁড়াচ্ছে বন‍্যপ্রাণীর সাধারন জীবনযাপনের পথে?


Niranjana Nag

সম্পর্কিত খবর