স্তন্যপান ই শিশুর একমাত্র বিকাশের উপায়, বলছে সমীক্ষা

বাংলা হান্ট ডেস্ক :- প্রতিবছরই ১লা আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত পালিত হয় আন্তর্জাতিক মাতৃদুগ্ধ পান সপ্তাহ। অনেক মায়েরই তাঁর শিশুকে স্তন্যপান করানো নিয়ে অনেক ভুল ধারণা থাকে বা অনেকেই আবার শিশুকে বুকের দুধ দিতে চাননা, এতে অনেক আপত্তি থাকে।

তাই প্রতিবছরই ঠিক এই সময়ে একটি ওয়ার্কশপ করানো হয় বিভিন্ন জায়গায় স্তন্যপান সম্বন্ধীয়।

IMG 20190818 WA0281এছাড়াও এখানে স্তন্যপানের উপকারিতা এবং এর ফলে শিশুর বিকাশ সম্পর্কেও মায়েদের একটি নির্দিষ্ট ধারণা দেওয়া হয়ে থাকে।

Udayan Biswas

সম্পর্কিত খবর