বাংলা হান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বরেলি (Bareilly) জেলায় ফতেহগঞ্জ এলাকার ভোলাপুর গ্রাম থেকে এক মারাত্মক ঘটনা সামনে আসছে। সেখানে এক বছরে এক বাচ্চা বাড়ির উঠোনে খেলার সময় আস্ত একটি সাপকে গিলে ফেলে। প্রাপ্ত খবর অনুযায়ী, বাচ্চাটি সাপকে কামড়ও দিয়েছিল আর তখনই তাঁর মা ওই বাচ্চার মুখে কিছু দেখতে পেরে ছুটে আসে। যতক্ষণে তাঁর মা এসেছিল, ততক্ষণে বাচ্চাটি আংশিক ভাবে ওই সাপটিকে গিলেও ফেলেছিল। বাচ্চার মা যখন তাঁর মুখ থেকে অর্ধেক গিলে ফেলা জিনিষটি বের করে দেখে যে ওটা একটা সাপ! তখন শিশুর মায়ের চক্ষু চড়কগাছ হয়ে যায়।
শিশুটিকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে। শিশুটির বাবা ধর্মপাল ছয় ইঞ্চি ওই ছোট সাপটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক হরিশ চন্দ্র বলেন, শিশুটিকে অ্যান্টি ভেনম ইনজেকশন দেওয়া হয়েছে আর তাঁকে এমার্জেন্সি ওয়ার্ডে রাখা হয়েছে। ডাক্তাররা জানান, ক্রেট হিচলিং সাপটি খুবই বিষাক্ত, কিন্তু সঠিক সময়ে চিকিৎসা হওয়ার কারণে শিশুটি এ যাত্রায় রক্ষা পেয়েছে।
কৃষক ধর্মপাল বলেন, আমার স্ত্রী সোমবতী আমাদের শিশুপুত্র দেবেন্দ্রর মুখে কিছু দেখতে পারে, আর সে তখনই ছুটে গিয়ে সেটিকে বের করে। জিনিষটি মুখ থেকে বের করার পর সোমবতী চিৎকার করে ওঠে, কারণ আমাদের সন্তানের মুখ থেকে বের করা জিনিষটি একটি বিষাক্ত সাপ ছিল।
চিকিৎসকরা জানান, সাপটি খুব একটা বেশি বড় না হওয়ার কারণে শিশুটির ক্ষতি করতে পারেনি। ওনারা জানান, বাচ্চাটি যখন সাপটিকে মুখে ঢুকিয়ে নেয়, তখন সাপটি দমবন্ধ হয়ে মারা যায়। আর এই কারণে বাচ্চাটির প্রাণ রক্ষা পায়। তবে সাপটি জীবিত থাকলে পরিস্থিতি অন্য রকম হত বলে জানান ওনারা।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…