বাংলাহান্ট ডেস্ক : লক্ষাধিক টাকা খরচ করে বাচ্চাদের জন্য 2019 সালে তৈরি করা হয়েছিল এই বিনোদন পার্ক। কিন্তু বছর ঘোরার আগেই বেহাল অবস্থা এই পার্কের। খোলা বিদ্যুতের তার পড়ে রয়েছে পার্কের চারদিকে। পার্কে বাচ্চাদের জন্য তৈরি খেলার সরঞ্জাম গেছে ভেঙে। শ্রীরামপুরের ২৯ নম্বর ওয়ার্ডের প্রভাস নগর এলাকার পার্কের এই অবস্থা রীতিমতো হতবাক করে দিচ্ছে সবাইকে।
স্থানীয়রা অবশ্য হুগলির (Hoogly) পার্কের এই অবস্থার জন্য দায়ী করেছেন প্রশাসনকে। শুরুতে এই পার্কের অবস্থা বেশ ভালই ছিল। বাচ্চা ও বয়স্কদের জন্য ছিল বিভিন্ন ধরনের ব্যবস্থা। বসার জায়গা ছিল বয়স্কদের জন্য। বাচ্চাদের খেলার জন্য ছিল স্লিপ, দোলনা, ঢেঁকি। কিন্তু এইসব আজ অতীত। জং পড়তে শুরু করেছে দোলনায়। পার্কের মধ্যবর্তী স্থানে যে ফোয়ারাটি ছিল সেটিও উধাও।
ভগ্নপ্রায় এই পার্কের (Park) অবস্থা ফের কবে ফিরবে এখন সেই উত্তরই খুঁজছেন স্থানীয়রা। এলাকার এক স্থানীয় বাসিন্দা বলেছেন, যখন পার্ক তৈরি হয়েছিল সেই সময় ভিড় লেগে থাকত মানুষের। তবে ধীরে ধীরে পার্কের অবস্থা জরাজীর্ণ হয়ে যায়। অভিভাবকরা বাচ্চাদের নিয়ে পার্কে আসতে চান না। মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তার সবার মনে ভয় ধরিয়েছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জয়নাথ ঝা পার্কের এই অবস্থার জন্য দোষারোপ করেছেন প্রাক্তন কাউন্সিলরকে। কাউন্সিলর অবশ্য বলেছেন যে তিনি যবে থেকে নির্বাচিত হয়েছেন তখন থেকেই পার্কের এই অবস্থা। এই বিষয় তিনি পৌরসভাকে জনিয়েছেন। আশা করা হচ্ছে খুব দ্রুত পার্ক সংস্কারের কাজ শুরু হবে।