এতটাই দুর্দশা পাকিস্তানের যে, PMO কে বিয়ে বাড়ির অনুস্থানের জন্য ভাড়া দিচ্ছেন পাক প্রধানমন্ত্রী

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজকাল সোশ্যাল মিডিয়ায় খুব ট্রল এর শিকার হচ্ছেন। এর আগে ওয়াশিংটনে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ এর সময় ইমরান খানকে নিয়ে চরম ট্রল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের আমেরিকা সফরে চরম বেইজ্জত হয়েছিলেন তিনি। কারণ ওনাকে বিমান বন্দরে স্বাগত জানানোর জন্য আমেরিকা কোন রাজনেতা সেদিন আসেন নি। এমনকি আমেরিকার তরফ থেকে কোন গাড়ি না পাঠানোর জন্য ওনাকে শেষে মেট্রো করে গন্তব্যস্থলে পৌঁছাতে হয়। আর এবার পাকিস্তান থেকে ইমরান খানের একটি ছবি খুব ভাইরাল হচ্ছে। ইমরান খানের ওই ভাইরাল ছবি দেখিয়ে পাকিস্তানের অর্থ ব্যাবস্থার দিকে আঙুল তোলা হচ্ছে।

আসলে, দিন কয়েক আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খান একটি বিয়ের অনুষ্ঠানে গেছিলেন। কিন্তু ঐ বিয়ের অনুষ্ঠান কারো বাড়ি অথবা কোন অনুষ্ঠান ভবনে হয়নি। ওই অনুষ্ঠান প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবি নিয়ে বলা হচ্ছে যে, ব্রিগেডিয়ার ইফতিকার চীমা এর মেয়ে অনাম ওয়াসিম এর বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল পাকিস্তানের পিএমও তে। এই বিয়ে ৩রা আগস্ট হয়েছিল।

বিয়ের কার্ড আর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা মাত্রই রিঅ্যাকশন শুরু হয়ে ইউজারদের। আসুন দেখে নিই, কে কি বলেছে?

X