রং প্রেমীদের জন্য খারাপ খবর: দোল, হোলিতেও চলবে বৃষ্টি, জানাল আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ দোলের আগেই ভিজতে শুরু করে আপামোর জনতা। রঙের বৃষ্টিতে ভেজার আগেই গত এক সপ্তাহ ধরে প্রাকৃতিক বর্ষায় ভিজছে বিভিন্ন রাজ্য। বসন্তেই বৃষ্টির (Rain) পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর (Weather Office)। আর তারই জেরে বসন্তের দোলের উতসবে মাতোয়ারা হওয়ার আগেই বর্ষা নিয়ে চিন্তায় রয়েছে মানুষজন।

kolkata rain website

শনিবার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার খবর (Khobor) আগেই দিয়েছিল হাওয়া অফিস। তারপর তারা আরও জানায় যে নতুন সপ্তাহ থেকে অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দোলের আগেই মেঘ কেটে দেখা মিলবে ঝলমলে রোদের আলোর। কিন্তু এরই মাঝে রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার দেখে চিন্তায় সকলে। সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। শনিবার বৃষ্টির দাপটে ঘর থেকে বেরোতে পারেননি অনেকেই। যার ফলে বসন্তেই বর্ষাকাল বলে মনে করছেন কলকাতাবাসী (Kolkata)।

বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার ফলে পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতের জেরে এবার বসন্তেই (Spring) শুরু হবে বৃষ্টি বলে আগে থাকতেই জানিয়েছিল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা আগেই করেছিল আবহাওয়া দফতর। বাংলাদেশ (Bangladesh) ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। যার ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যের বিভিন্ন অঞ্চলে।

তবে শনি থেকে বৃষ্টির পরিমাণ কমলেও, রবিবারেও কিন্তু রয়েছে তাঁর রেশ। ছুটির এই দিনে সারাদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস বলছে বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর