চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের জন্য দুঃসংবাদ! বড়সড় চিন্তার সম্মুখীন টিম ইন্ডিয়া

বাংলা হান্ট ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এবার ভারতীয় দল (India National Cricket Team) বড় ধাক্কার সম্মুখীন হতে পারে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দলের অভিজ্ঞ ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)-র পুরোপুরি ফিট হতে সময় লাগতে পারে। সাম্প্রতিক খবর অনুযায়ী, তাঁর টিম ইন্ডিয়াতে ফিরতে আরও সময় লাগার সম্ভাবনা রয়েছে। আর এমনটা হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় ধাক্কার মুখে পড়তে পারে টিম ইন্ডিয়া।

বড়সড় চিন্তার সম্মুখীন টিম ইন্ডিয়া (India National Cricket Team):

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে, জসপ্রীত বুমরাহ গত সপ্তাহে অস্ট্রেলিয়া থেকে ফিরে এসেছিলেন এবং তাঁকে রিহ্যাবের জন্য BCCI-এর সেন্টার অফ এক্সিলেন্সে যেতে হতো। তবে কবে তিনি সেখানে যাবেন তা এখনও জানানো হয়নি। এই কারণে কবে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন সেই বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

Bad news for India National Cricket Team.

জসপ্রীত বুমরাহকে বেড রেস্টের নির্দেশ: টাইমস অফ ইন্ডিয়ার মতে, একটি সূত্র জসপ্রীত বুমরাহের ইনজুরির বিষয়ে একটি বড় আপডেট দিয়েছে। সূত্রটি জানিয়েছে,।জসপ্রিত বুমরাহ আগামী সপ্তাহে সেন্টার অফ এক্সিলেন্সে যেতে পারেন। তবে এখনও কোনও নির্দিষ্ট তারিখ জানা যায়নি। তাকে বাড়িতে বেড রেস্ট নিতে বলা হয়েছে। যাতে তাঁর পেশী দ্রুত রিকভার হতে পারে এবং ফোলাও কমতে পারে। এটি হয়ে গেলে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।

আরও পড়ুন: মহাকুম্ভে গন্ডগোল! ইউটিউবারের ওপর আচমকাই রেগে গেলেন সাধু, তারপরে যা হল…..ভাইরাল ভিডিও

তবে, এই বেড রেস্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে অনুমান করা হচ্ছে যে বুমরাহ-র চোট যথেষ্ট গুরুতর। প্রসঙ্গত উল্লেখ্য যে, অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্ট ম্যাচে চোটের শিকার হয়েছিলেন বুমরাহ। সিডনিতে খেলা শেষ টেস্টের সময়ে বুমরাহের পিঠে সমস্যা হয়েছিল এবং ম্যাচের মাঝপথে তিনি স্ক্যানের জন্য হাসপাতালে যান।

আরও পড়ুন: আর নেই চিন্তা! এবার ফেব্রুয়ারিতেই বিরাট সুখবর দেবে RBI, সামনে এল আপডেট

ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে বুমরাহ বোলিং করেননি। পরে আপডেট মেলে যে, বুমরাহের পিঠে খিঁচুনি রয়েছে। কয়েকদিন আগে শোনা গিয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিগ পর্বের ম্যাচগুলি থেকে ছিটকে যেতে পারেন বুমরাহ। এমতাবস্থায়, এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া (India National Cricket Team) সেমিফাইনালে উঠলে তবেই তিনি খেলতে পারবেন বলেও বিভিন্ন মিডিয়া রিপোর্টে দাবি করা হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর