নতুন বছরে পেনশন ধারকদের জন্য বড় ধাক্কা! হতাশার খবর শোনাল কেন্দ্র সরকার

বাংলাহান্ট ডেস্ক : পেনশন ভোগীদের (Pension Holder) জন্য নতুন বছরে উঠে আসছে বড় খবর। যে তথ্য উঠে আসছে তাতে ধাক্কা খেতে চলেছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা। ইপিএফও (Employees Provident Fund) এর পক্ষ থেকে একটি তথ্য মারফত জানা গিয়েছে, যে সকল পেনশনভোগী ২০১৪ সালের আগে কর্মরত অবস্থায় ছিলেন তাদের পেনশন সংক্রান্ত বিষয় নতুন নির্দেশিকার ফলে উঠে আসছে নতুন পরিচয় পত্রের বিষয়টি।

সব মিলিয়ে, বেশ দুশ্চিন্তায় পড়তে চলেছেন তারা। বেশ কয়েকজন কর্মীদের পেনশন কেন্দ্রীয় সরকার (Central Government) স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারে। যে সকল কর্মীরা গত পাঁচ বছর ধরে এই সুবিধা নিচ্ছেন তাদের জন্যই এই খবরটি উঠে আসছে। ইপিএফও এর সার্কুলারের মাধ্যমে পেনশন সংক্রান্ত নয়া তথ্য প্রকাশ্যে আসতেই পেনশনভোগীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

ইপিএফও এর একটি সার্কুলারের মাধ্যমে জানা গিয়েছে, যে সকল পেনশনভোগী ২০১৪ সালের পয়লা সেপ্টেম্বর এর আগে থেকে কাজ করছেন তারা উচ্চ বেতনে পেনশন পাচ্ছেন। পেনশন আটকে যেতে পারে তাদের। এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হবে শীঘ্রই। দেখা হবে বেশি পেনশন যাতে না দেওয়া হয় যারা ২০২৩ এ জানুয়ারি থেকে পেনশন পেতে শুরু করেছে। এই পেনশন স্তর ৫ বা ৬ হাজার স্তরের উপর নির্ধারিত করে করা হবে পরিবর্তন। বিষয়টা নিয়ে প্রস্তাব পেশ করেছে ইপিএফও।

pension2

পেনশন দপ্তরের এক আধিকারিক মনে করছেন বর্তমান গণনার ফলে লোকসান হতে পারে হাজার হাজার পেনশন প্রাপকের। পেনশন সংক্রান্ত কোনো বিষয় পদক্ষেপ গ্রহণ করতে হলে পেনশন ভোগীদের এই বিষয়ে প্রথমে তথ্য দিতে হবে। খুঁজে দেখতে হবে ১লা সেপ্টেম্বর ২০২৩ এর আগে যারা কাজে যোগ দিয়েছেন তাদের epf এর প্যারা 11(3) বিকল্প ব্যবহার করা হয়েছে কিনা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর