বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (West Indies vs India) দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত। এই সিরিজ শেষ হওয়ার পর ক্যারিবিয়ানদের বিরুদ্ধেই একটি তিন বছর ওডিআই ও একটি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এরই মধ্যে বিশ্বকাপের দল গঠন সংক্রান্ত আলোচনা সারতে রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে দেখা করতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়ে গেছেন ভারতীয় দলের নতুন নির্বাচক প্রধান অজিত আগারকার।
এই মুহূর্তে আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক মন্ডলী একটি মাত্র দল ঘোষণা করেছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরের সেই টি-টোয়েন্টি দল নিয়েও অনেকের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছে। তবে এশিয়ান গেমসের জন্য আগারকাররা যে দলটি নির্বাচিত করেছে তা নিয়ে ততটা ক্ষোভ প্রকাশ হয়নি। কিন্তু বিশ্বকাপের জন্য নিখুঁত দল নির্বাচন করতে চায় বিসিসিআইয়ের কাছ থেকে দায়িত্বপ্রাপ্ত এই কমিটি।
আর আগারকার এবং বর্তমান ভারতীয় কোচ ও অধিনায়কের মধ্যে আসন্ন ওডিআই বিশ্বকাপ নিয়ে যে আলোচনা হয়েছে তা থেকে একটি বড় আপডেট পাওয়া গিয়েছে এবং সেই আপডেট অনুযায়ী ভারতীয় দলে জায়গা হবেনা সূর্যকুমার যাদব এবং রবিচন্দ্রন অশ্বিনের। বিসিসিআইয়ের অন্দরমহলের এক সূত্র মারফত এই খবর জানতে পারা যাচ্ছে।
অশ্বিন এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলের এক নম্বর স্পিনার। যদিও টিম কম্বিনেশনের কারণে তাকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রাখা যায়নি। কিন্তু তার যাবতীয় কৃতিত্ব শুধুমাত্র টেস্ট ফরম্যাটেই। সীমিত ওভারের ক্রিকেটে তিনি অতটা বিপজ্জনক নন। রবীন্দ্র জাদেজা, যজুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলকে টপকে তার পক্ষে ভারতের ওডিআই দলে জায়গা করে নেওয়া খুব কঠিন। ফলে বিশ্বকাপের দলে তিনি জায়গা পাবেন না এটা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে।
অপরদিকে স্কাই নামে পরিচিত ভারতের মিস্টার ৩৬০°, সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি ফরম্যাটে পুরোপুরি অপরিহার্য। কিন্তু বারংবার সুযোগ পাওয়া সত্ত্বেও তিনি ওডিআই ফরম্যাট নিজের যোগ্যতার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন। তাই বিসিসিআই তাকে আসন্ন হাইভোল্টেজ ওডিআই বিশ্বকাপের জন্য দলে রাখতে চাইছে না বলে জানা গিয়েছে।