হুড়মুড়িয়ে পড়ছে TRP, এর মাঝেই উধাও নায়িকা! আচমকাই খারাপ খবর এই সিরিয়ালে

বাংলাহান্ট ডেস্ক : প্রতি সপ্তাহে হাড্ডাহাড্ডি টক্কর চলছে টিআরপি তালিকায়। কোনো সিরিয়ালই (Serial) প্রতিপক্ষের থেকে পিছিয়ে থাকতে রাজি নয়। স্লট তথা টিআরপি দখলের লড়াইয়ে প্রতি সপ্তাহে নতুন নতুন মাত্রা স্থাপন করছে বিভিন্ন ধারাবাহিক। কিছু সিরিয়াল বিগত কয়েক সপ্তাহে লাফিয়ে উপরে উঠেছে। আবার কিছু ধারাবাহিকের (Serial) নম্বরে পতনও হয়েছে। এবার একটি সিরিয়াল নিয়ে এমন খবর সামনে এসেছে যে মুষড়ে পড়েছেন দর্শকরা।

টিআরপি কমেছে সিরিয়ালের (Serial)

বিগত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি সিরিয়ালের (Serial) টিআরপিতে উত্থান পতন হয়েছে। কিছু সিরিয়ালের যেমন টিআরপি বেড়েছে, আবার কিছু ধারাবাহিকের (Serial) নম্বর কমে অনেকটা পিছিয়ে গিয়েছে তালিকায়। গল্পে নানান অদল বদল এনে নম্বর তোলার চেষ্টা করা হচ্ছে নির্মাতাদের তরফে।

Bad news regarding this star jalsha serial

এগিয়ে গিয়েছে অন্য সিরিয়াল: স্টার জলসায় যে সিরিয়ালগুলির (Serial) নম্বর কমেছে, তাদের মধ্যে অন্যতম হল ‘কথা’। বিগত দু সপ্তাহ ধরে লাগাতার নম্বর কমছে এই ধারাবাহিকের। দ্বিতীয় স্থান থেকে নেমে এক ধাক্কায় প্রথম পাঁচ থেকেও ছিটকে গিয়েছে সিরিয়ালটি (Serial)। টানা কয়েক সপ্তাহ ধরে নম্বর কমতে থাকায় বেশ চিন্তায় পড়েছেন দর্শকরা। কথাকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছে একই চ্যানেলের রাঙামতী তীরন্দাজ।

আরও পড়ুন : জি বাংলাকে কড়া চ্যালেঞ্জ, নতুন মেগাক টক্কর দিতে এই সিরিয়াল নিয়ে বড় সিদ্ধান্ত জলসার!

এসেছে আরেক খবর: এর মধ্যেই আবার আরেকটি খবরে চিন্তিত হয়ে পড়েছেন কথা ভক্তরা। শোনা যাচ্ছে, অভিনেত্রী সুস্মিতা দে নাকি অসুস্থ হয়ে পড়েছেন। এই কারণে সাম্প্রতিক কিছু পর্বে তাঁকে তেমন দেখাও যায়নি। আর এই খবর ছড়াতেই দর্শকরা চিন্তায় পড়েছেন, একেই টিআরপি (Serial) কমছে। তার মধ্যে নায়িকার অসুস্থতায় টিআরপিতে কোনো প্রভাব ফেলবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

আরও পড়ুন : কথা-এভি অতীত! সিরিয়ালে বিয়ের আগেই বাস্তবে প্রেমের ফাঁদে পড়লেন এই হিট জুটি!

প্রসঙ্গত, টিআরপি কমলেও ফের হারানো নম্বর ফিরিয়ে আনার চেষ্টায় রয়েছেন নির্মাতারা। গল্পে আকর্ষণীয় মোড় আনা হচ্ছে। টিআরপিও খুব তাড়াতাড়ি আগের অবস্থায় ফিরবে বলেই আশাবাদী দর্শকরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর