শিবলিঙ্গ ভেবে ঘণ্টার পর ঘণ্টা চলল LED বাল্বের পুজো! আসল সত্য সামনে আসার পর …

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের বদায়ুনের কুমারগ্রাম থানা এলাকায় সম্প্রতি এক আজব ঘটনা ঘটে যায়। মানুষ অন্ধবিশ্বাসের কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত শিবলিঙ্গ ভেবে LED বাল্বের পুজো করতে থাকে, আর দুপুরের পর যখন মাটি খুঁড়ে এলইডি বাল্ব উদ্ধার করা হয়, তখন সবাই যেমন বিষণ্ণ হয়ে পড়ে, তেমন নিজেদের করা কাজের জন্য হাসিও থামাতে পারে না।

যতক্ষণে মাটির থেকে অর্ধেক উপরে উঠে আসা জিনিশটি আদতে শিবলিঙ্গ নাকি LED বাল্ব  জানতে পারেনি উৎসুক জনতা, ততক্ষণে সেটির উপর জল, দুধ আর ১৫০০ টাকা চরানো হয়ে গিয়েছিল। এরপর আসল সত্য সামনে আসলে দানের টাকা গ্রামের শনি মন্দিরে দিয়ে দেওয়া হয়।

বদায়ুর কুমারগ্রাম থাকা এলাকায় এই ঘটনা বিগত ২৭ জানুয়ারির সকালে ঘটে। সেই সময় এক ব্যক্তি নিজের পশুশালার সাফাই করছিলেন। সাফাই কাজের সময় আচমকাই পশুশালায় মধ্যে সাদা রঙের একটি বস্তু মাটি থেকে অর্ধেক উঠে আসতে দেখা যায়। ওই ব্যক্তি কিছুটা মাটি সরিয়ে দেখে যে বস্তুটি জ্বলজ্বল করছে।

এরপর ওই ব্যক্তি বেশি মাটি না সরিয়েই ঘটনাটির কথা গ্রামীণদের জানান। এরপর গ্রামীণরা ভিড় জমিয়ে ওই বস্তুটিকে শিবলিঙ্গ বলে চিহ্নিত করেন। এরপর গ্রামীণরা ওই বস্তুটির আশেপাশে কাপড় বিছিয়ে দিয়ে পুজো করা শুরু করে। শুধু তাই নয় , ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামীণরা বাড়ি থেকে দুধ, জল নিয়ে এসে বস্তুটির উপর দিতে থাকে। দুপুর পর্যন্ত সেটির খুব করে পুজো হয়। আর কমপক্ষে ১ হাজার ৫০০ টাকা ওই বস্তুটির উপর দান করা হয়।

দুপুরের পর কয়েকজন গ্রামীণ যারা অন্ধবিশ্বাসে বিশ্বাসী ছিল না, তাঁরা মাটি সরিয়ে বস্তুটিকে পুরো বের করে আনে। এরপর সবার মাথায় হাত পড়ে যায়। কারণ ওই বস্তুটি কোনও শিবলিঙ্গ ছিল না, সেটি ছিল LED বাল্ব। এরপর সেখানে উপস্থিত জনতা নিজের হাসি থামাতে পারে না। এরপর গ্রামীণরা LED বাল্বের জন্য যেই ১৫০০ টাকা দান করা হয়েছিল, সেটি নিয়ে গিয়ে শনি মন্দিরে দিয়ে দেয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর