বাংলা হান্ট ডেস্ক : কেদারনাথের পর এবার ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হলেও বদ্রীনাথ মন্দিরের দরজা। হিমালয় পর্বতে প্রচণ্ড শীত পড়ার জন্য মন্দিরের দরজা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। রবিবার বিকেল থেকে বদ্রীনাথ কেদারনাথ মন্দির সমিতির তরফে প্রায় পাঁচ মাসের জন্য মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে।
যদিও এই প্রথমবার নয় প্রতি বছরই শীতকালে গাড়োয়াল হিমালয়ের বদ্রীনাথের দরজা বন্ধ করে দেওয়া হয় প্রচণ্ড শীতের কারণে। যদিও সেটি আবার এপ্রিল মে মাসের গ্রীষ্মকালে খুলে দেওয়া হয় দর্শকদের জন্য। যদিও এর আগেই গাড়োয়াল হিমালয়ের চার ধামের মধ্যে তিন স্বামীর দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল বাকি ছিল বদ্রিনাথ।
তাই কেদারনাথ গঙ্গোত্রী এবং যমুনোত্রী পর বদ্রীনাথের দরজা বন্ধ করে দেওয়া হল। তাই এ বার বদ্রিনাথ দর্শনের জন্য আবারও প্রায় পাঁচ মাসের অপেক্ষা। যেহেতু শীত একেবারে দরজায় কড়া নাড়ছে তাই হিমালয়ের গা ঘেঁষে অবস্থিত বদ্রীনাথে বরফ জমতে শুরু করবে আর তাতেই আগে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ।