বাংলা হান্ট ডেস্ক: মুসলিমদের মধ্যেই অপরাধ প্রবণতা বেশি! এমনটাই মন্তব্য করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (AIUDF) প্রধান বদরুদ্দিন আজমল (Badruddin Ajmal)। ধর্ষণ (Rape), ডাকাতি (Robbery) হোক বা লুঠপাট, সবক্ষেত্রেই মুসলিমরাই (Muslim) শীর্ষে, এমনটাই মন্তব্য করলেন তিনি।
সম্প্রতি একটি জনসভায় বদরুদ্দিন বলেন, ‘আমরা মুসলিমরা সব ধরনের অপরাধমূলক কাজে এক নম্বরে আছি। চুরি, ডাকাতি, ধর্ষণ, লুঠ সবকিছুতেই। সবচেয়ে বেশি জেলে (Jail) যাই আমরাই।’
নিজের সম্প্রদায়ের বিরুদ্ধে এহেন মন্তব্য করায় ক্ষোভের মুখে পড়তে হয়েছে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের প্রধানকে। মুসলমান সম্প্রদায়ের অনেক ব্যক্তিই বদরুদ্দিনের এই মন্তব্যের তীব্র আপত্তি জানায়। যদিও তারপরেও নিজের অবস্থান থেকে সরেননি তিনি। উল্টে অসমের এই নেতা বলেন, তিনি পরিসংখ্যান দিয়ে বিষয়টি প্রমাণ করে দিতে পারবেন। মুসলিমদের মধ্যে শিক্ষার হার (Literacy Rate) কম হওয়াতেই অপরাধের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন বদরুদ্দিন।
বদরুদ্দিন বলেন, ‘বিশ্বজুড়েই মুসলিমদের মধ্যে শিক্ষার হার কম। আমাদের ছেলেমেয়েরা ঠিক মতো লেখাপড়া করে না। উচ্চস্তরের পড়াশোনা তো দূর, মাধ্যমিক পাশ পর্যন্ত করে না। শিক্ষার প্রয়োজনীয়তার কথা যুব প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।’
বদরুদ্দিন আরও বলেন, ‘যেসব ছেলেরা বলে মহিলাদের (Woman) দেখলেই তাদের যৌন উত্তেজনা (Sexual Excitement) বেড়ে যায়, তাদের জানাই যে ইসলামে (Islam) বলা হয়েছে, মহিলাদের প্রতি ঠিক কেমন ব্যবহার করা উচিত। রাস্তাঘাটে কিংবা বাজারে কোনও মহিলাকে দেখলে চোখ ঘুরিয়ে নিন। মনে রাখা উচিত, তাদেরও পরিবার আছে। এই তরুণরা যদি নিজেদের মা-বোনের কথা মনে করে তাহলে এমন মনোবৃত্তি কখনই হবে না।’
‘পান্ডিত্য করলেই রাজনৈতিকভাবে…’ সোহমের মন্তব্য ঘিরে তৃণমূলে বিরাট হইচই