লকডাউনে বেঙ্গালুরুতে আটক বাংলার শ্রমিকদের দিকে সাহায‍্যে হাত বাড়ালেন বাদশা, অন‍্যদেরও করলেন আবেদন

বাংলাহান্ট ডেস্ক: লকডাউনে ভিন রাজ‍্যে আটকে পড়া শ্রমিকদের সাহায‍্যে এবার এগিয়ে এলেন বাদশা মৈত্র। বেঙ্গালুরুতে আটকে পড়া এই রাজ‍্যের শ্রমিকদের জন‍্য সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। লকডাউনের জেরে এই সমস্ত শ্রমিক আটকে পড়েছে অন‍্য রাজ‍্যে। তাদের কাছে নূই পর্যাপ্ত পরিমাণে খাবার বা একটা মাথা গোঁজার ঠাঁই। তাদের কথা ভেবে সকলেরই এগিয়ে আসা উচিত বলে মনে করেন বাদশা।

145515
নিজের ফেসবুক পোস্টে বাদশা লিখেছেন, লকডাউনের জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা যেমন নদীয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ থেকে আসা বহু পরিযায়ী শ্রমিক বেঙ্গালুরুর বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন। স্থানীয় পরিচয়পত্র না থাকায় এরা সরকারি ও বেসরকারি সাহায‍্য পাচ্ছেন না। কর্ণাটক ভারত জ্ঞান বিজ্ঞান সমিতির মাধ‍্যমে এখনও পর্যন্ত ১৪০০০ মানুষের কাছে পৌঁছনো গিয়েছে। কিন্তু আর ও অনেকে বাকি।
ফেসবুক পোস্টে সবাইকে সাধ‍্যমতো সাহায‍্য করারও আবেদন জানিয়েছেন বাদশা। সেই সঙ্গে একটি ভিডিও বার্তা দিয়েও মানুষকে সাহায‍্যের হাত বাড়িয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে সবাইকে সাধ‍্যমতো সাহায‍্য করারও আবেদন জানিয়েছেন বাদশা। সেই সঙ্গে একটি ভিডিও বার্তা দিয়েও মানুষকে সাহায‍্যের হাত বাড়িয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। নেটিজেনরাও অভিনেতাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অনেকে সাহায‍্য করার প্রতিশ্রুতিও দিয়েছেন।

IMG 20200420 WA0014
প্রসঙ্গত, প্রথম দফার লকডাউনের পর নতুন করে ৩রা মে পর্যন্ত বাড়ানো হয়েছে গোটা দেশের লকডাউনের মেয়াদ। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে।

চিকিৎসকরা বলছেন আগামী দু সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ।এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি। কিন্তু এই মুহূর্তে বিপদে পড়েছেন খেটে খাওয়া দৈনিক মজুরির শ্রমিকরা। এই লকডাউনে কোথা থেকে দু বেলার খাবার যোগান দেবে তারা সেটা ভেবেই কূলকিনারা খুঁজে পাচ্ছেন না। তাই তাদের সাহায‍্যের জন‍্যই এই উদ‍্যোগ নিয়েছেন বাদশা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর