বাংলা হান্ট ডেস্কঃ রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে ‘গো ব্যাক’ স্লোগান শোনা নতুন কোনও ব্যাপার নয়। মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটতে দেখা যায়। তবে সেই পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হচ্ছে সেদিকে নজর থাকে সকলের। শনিবার যেমন বহরমপুরে ‘গো ব্যাক’ স্লোগান শুনে মেজাজ হারালেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।
গতকাল বহরমপুরের (Baharampur) খাগড়া এলাকায় প্রচারে গিয়েছিলেন কংগ্রেস (Congress) প্রার্থী। রোড শো ছিল অধীরের। সবকিছু ঠিকঠাকইনচলছিল। তবে বিটি কলেজ মোড়ের কাছে আসতেই বাধে বিপত্তি! অধীরের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো শুরু হয় বলে অভিযোগ। পাঁচ বারের সাংসদের উদ্দেশে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া শুরু হয়।
এসব দেখে প্রচণ্ড রেগে যান অধীর। গাড়ি থেকে নেমে সোজা বিক্ষোভকারীদের দিকে এগিয়ে যান তিনি। শুধু তাই নয়, একজন যুবককে থাপ্পড় মারার অভিযোগও উঠেছে কংগ্রেস নেতার বিরুদ্ধে। বিভান দে নামের এক যুবকের দাবি, তাঁকে চড় মেরেছেন অধীর।
আরও পড়ুনঃ হঠাৎ অভিষেকের হেলিকপ্টারে আয়কর হানা! উড়ান আটকে দীর্ঘক্ষণ তল্লাশি, যা পাওয়া গেল…
এদিকে অধীরের নির্বাচনী প্রচারে গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। যারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন তাঁদের ধরে প্রিজন ভ্যানে তোলা শুরু হয়। সেই সময়ও বিভান চিৎকার করে থাপ্পরের অভিযোগ আনতে থাকেন। বারবার বলেন, তাঁকে চড় মেরেছেন কংগ্রেস প্রার্থী অধীর।
এদিকে যার বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ আনা হয়েছে সেই অধীর বলেন, ‘তৃণমূলের চুল্লুখোররা বিক্ষোভ করছিল, আমি সেটার প্রতিবাদ করেছি’। তবে নিজের গড়ে যেভাবে অধীর বিক্ষোভের মুখে পড়লেন তা নিয়ে শুরু হয়েছে বিস্তর চর্চা। পাঁচবার এই কেন্দ্র থেকে জিতে সংসদে গিয়েছেন কংগ্রেস নেতা। সেখানেই এবার ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হল তাঁকে। এটা কি ‘পালাবদলে’র সংকেত? উঠছে প্রশ্ন।
প্রসঙ্গত, চব্বিশের লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে তারকা প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার ইউসুফ পাঠানকে এই আসন থেকে দাঁড় করানো হয়েছে। তাঁর কর্মসূচিতে উপচে পড়ছে সাধারণ মানুষের ভিড়। এদিকে আবার প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন বিদায়ী সাংসদ অধীর। ‘হাওয়া বদলে’র ইঙ্গিত নয় তো? জানা যাবে জুন মাসে।