বহরমপুরে বিরাট চমক, প্রচারে আসছেন এই তারকা ক্রিকেটার! জানালেন TMC প্রার্থী ইউসুফ

বাংলা হান্ট ডেস্কঃ ব্যাট হাতে বাইশ গজ কাঁপানোর পর এবার ভোট ময়দানে। তৃণমূলের টিকিটে চব্বিশের লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান (Yusuf Pathan TMC)। ‘অধীর গড়’ নামে খ্যাত বহরমপুর থেকে তাঁকে টিকিট দিয়েছে দল। ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন সিনিয়র পাঠান। তাঁর প্রচার কর্মসূচিতে উপচে পড়ছে জনসাধারণের ভিড়। এবার জোড়াফুল প্রার্থী জানিয়ে দিলেন, তাঁর হয়ে প্রচারে আসতে চলেছেন ভাই ইরফান (Irfan Pathan)।

ক্রিকেটের ময়দানে একসঙ্গে বহু ম্যাচে খেলেছেন ‘পাঠান ব্রাদার্স’। তবে এবার লড়াইটা আলাদা। ভোট (Lok Sabha Election 2024) ময়দানেও কি দাদার পাশে দেখা যাবে ইরফানকে? তৃণমূল প্রার্থী হিসেবে ইউসুফের নাম ঘোষণার পর অনেকের মনেই উঁকি দিয়েছিল এই প্রশ্ন। অবশেষে উত্তর দিলেন সিনিয়র পাঠান নিজেই। জানালেন, আইপিএলের ব্যস্ততার মাঝে একটু সময় পেলেই তাঁর হয়ে প্রচারে আসবেন ইরফান।

বর্তমানে আইপিএলের ধারাভাষ্যের কাজ নিয়ে ব্যস্ত আছেন জুনিয়র পাঠান। এদিকে বহরমপুরে ঘুরে ঘুরে প্রচার (Election Campaign) করছেন ইউসুফ। সোমবার যেমন দোল উপলক্ষ্যে দলীয় নেতৃত্বের সঙ্গে বসন্ত উৎসবে যোগ দিয়েছিলেন তৃণমূলের (TMC) তারকা প্রার্থী। ১৮ নম্বর ওয়ার্ডে রতন শিশু উদ্যানে এসে তিনি বলেন, ভাই ইরফান এই মুহূর্তে আইপিএলের কাজ নিয়ে ব্যস্ত আছেন। তবে সেই কাজের ফাঁকে কিছুটা সময় পেলেই তাঁর হয়ে প্রচারে আসবেন। তবে শুধু নিজেই ভাই-ই নয়, আরও একাধিক ক্রিকেটারকে বহরমপুর নিয়ে আসবেন বলে জানিয়েছেন ইউসুফ (Yusuf Pathan)।

আরও পড়ুনঃ আরেকটি প্রার্থী ঘোষণা করল বিজেপি, এবার নাম সজল ঘোষের! কোন কেন্দ্রে?

কেকেআরের প্রাক্তন ক্রিকেটার বলেন, ‘এখানে আমি ৫ বছর থাকব। সেই সময় প্রচুর ক্রিকেটারকে এখানে নিয়ে আসব। এই জেলার মানুষদের অনেক ক্রিকেটারকে দেখার সুযোগ করে দেব’। উল্লেখ্য, আইপিএলের কারণে বহরমপুরের যুব সমাজের একাংশের খানিক আশাভঙ্গ হয়েছিল। ইউসুফ পাঠানের প্রচারে একাধিক তারকা ক্রিকেটারকে দেখার আশায় বুক বেঁধেছিলেন তাঁরা। গতকাল নিজের বক্তব্যের মাঝেই সেই আশা জিইয়ে রাখলেন জোড়াফুল প্রার্থী।

baharampur tmc candidate yusuf pathan says his brother irfan pathan would come for campaign

প্রসঙ্গত, রাজনীতিবিদ হিসেবে নিজের কেরিয়ারের শুরুতেই কঠিন লড়াইয়ের সম্মুখীন ইউসুফ পাঠান। ‘অধীর গড়’ ঘাসফুল ফোটানো সহজ হবে না, মত ওয়াকিবহাল মহলের। তবে প্রচারের প্রথম দিন থেকেই নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন তৃণমূল প্রার্থী। তাঁর প্রচার কর্মসূচিতে উপচে পড়ছে মানুষের ভিড়। ভোট বাক্সে কতখানি এর প্রভাব প্রতিফলিত হয় সেদিকেই নজর সকলের।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর