বাংলা হান্ট ডেস্ক: বাংলা হান্ট ডেস্ক: করোনা আক্রান্ত হয়ে গ্যাংস্টার তথা প্রাক্তন আরজেডি সাংসদ মহম্মদ শাহবুদ্দিনের প্রয়াত হওয়ার খবর উড়িয়ে দিল তিহার জেল কর্তৃপক্ষ । তারা জানায়, করোনায় সাহাবুদ্দিনের মৃত্যু হয়নি। এই খবর ভুয়ো। যদিও শেষমেশ জানা গিয়েছে যে, করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন সাহাবুদ্দিন। শনিবার নয়াদিল্লির দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৫৪। যাবজ্জীবন কারাবাসের সাজাপ্রাপ্ত বাহুবলি নেতা শাহবুদ্দিন নয়াদিল্লির তিহার জেলে বন্দি ছিলেন।তাঁকে গত মাসের ২৪ তারিখে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। করোনা আক্রান্ত হওয়ার পর তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল।
শাহবুদ্দিনের মৃত্যু ঘিরে এদিন সকাল থেকে ধোঁয়াশা তৈরি হয়। প্রথমে শাহবুদ্দিনের মৃত্যুর খবর ভুয়ো বলে জানিয়েছিল তিহার জেল কর্তৃপক্ষ। পরে অবশ্য দিল্লির কারা বিভাগের ডিজি সন্দীপ গোয়েল এই বাহুবলি নেতার মৃত্যুর কথা জানান।
উল্লেখ্য, রাজনীতিবিদের চাইতেও বাহুবলি হিসেবেই বেশি পরিচিত সাহাবুদ্দিন। বিহারের সিওয়ান জেলায় লালুপ্রসাদ জাদবের আমলে তাঁর দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত বলে দাবি। বেশ কয়েকটি দুর্নীতি, খুন ও অপহরণের মামলা রয়েছে ওই প্রাক্তন সাংসদের নামে। বর্তমানে একটি খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়ে দিল্লির তিহার জেলে সাজা ভোগ করছেন তিনি। কিন্তু ওই হাই সিকিউরিটি কারগারেও থাবা বসিয়েছে করোনা। মারণ রোগে আক্রান্ত হয়েছেন অনেক বন্দি। গত বুধবার সাহাবুদ্দিনের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য কেজরিওয়াল সরকারকে নির্দেশ দেয় দিল্লি হাই কোর্ট।
২০১৫-র ডিসেম্বরে বিশেষ বিচারক হত্যার মামলায় সাহাবুদ্দিন ও তাঁর সঙ্গীদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন। সাহাবুদ্দিনের বিরুদ্ধে আরও অনেকগুলি ফৌজদারি মামলা রয়েছে।তিহার জেলে যাওয়ার আগে সাহাবুদ্দিন বিহারের সিওয়ান ও ভাগলপুরের জেলেও বন্দি ছিলেন।