বাংলা হান্ট ডেস্ক : দেশ জুড়ে রাজনৈতিক তর্জার কেন্দ্রবিন্দুতে রয়েছে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code)। ২০২৪ লোকসভা নির্বাচনের (Lokasabha Election 2024) আগে এক দেশ এক আইন চালু করতে বদ্ধ পরিকর বিজেপি। গেরুয়া শিবিরের এই চালে কার্যত নাস্তানাবুদ দেশের রাজনৈতিক মহল। দ্বিমত লক্ষ্য করা যাচ্ছে বিরোধী শিবিরেও। এনডিএ (NDA) জোটের ভিতরেও একাধিক দল বিজেপির (Bharatiya Janata Party) এই পদক্ষেপের বিরোধিতা করেছে। তেমনই এনডিএর বাইরের একাধিক দল আবার অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করেছে। এবার বিএসপি (BSP) নেত্রী মায়াবতী (Mayawati) স্বয়ং খোলাখুলি সমর্থন জানালে অভিন্ন দেওয়ানি বিধিকে (Uniform Civil Code)।
মায়াবতী বলেন, অভিন্ন দেওয়ানি বিধির ধারনা তো ভারতীয় সংবিধানেই রয়েছে। তাই এর বিরোধিতা করার কোনও প্রশ্নই ওঠে না। বিএসপি (BSP) নেত্রী এদিন বলেন, ‘আমরা অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করছি না। আমরা এর বিরুদ্ধে নই। তবে মোদি সরকার যেভাবে এটা চাপিয়ে দিতে চাইছে, আমরা সেই চাপিয়ে দেওয়াটা মেনে নিতে পারছি না। প্রবণতার বিরোধী। কেন্দ্রের উচিত অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার আগে সবদিক বিচার বিবেচনা করা।’
মায়াবতী দাবি করেন, ‘আমাদের দল অভিন্ন দেওয়ানি বিধির (UCC) পক্ষে। কিন্তু বিজেপি যেভাবে এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা সেটা সমর্থন করছি না। এই বিষয় নিয়ে রাজনীতি করা বা জোর করে চাপিয়ে দেওয়া একেবারেই উচিত নয়।’
অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মায়াবতীর এই মন্তব্যের পর অনেকেই আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) ছায়া দেখতে পাচ্ছেন। খানিকটা আপের মতোই সবদিক বাঁচিয়ে মতামত পেশ করছেন মায়াবতী। একই অবস্থা শিব সেনার উদ্ধব ঠাকরেরও। তিনি সমর্থনও করছেন, আবার মাঝেমধ্যে বিরোধিতাও করছেন।
সংসদের আসন্ন বাদল অধিবেশন। সেই অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করার পরিকল্পনা করেছে কেন্দ্র সরকার। তার আগেই শাসক বিরোধী দুই শিবিরেই ভিন্ন ভিন্ন মত লক্ষ্য করা যাচ্ছে। আর এই রাজনৈতিক লাভ-ক্ষতির অংকে মায়াবতী ইঙ্গিতে বিজেপিকেই সমর্থন করেছেন।
শুধু এইবার নয়, এর আগেও বেশ কয়েকটি বিষয়ে বিজেপির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন বিএসপি দলনেত্রী মায়াবতী। কিছুদিন আগেই নয়া সংসদ ভবনের উদ্বোধনকে ঘিরে চরমে ওঠে রাজনৈতিক তর্জা। প্রধানমন্ত্রী মোদির হাতে উদ্বোধন হওয়ার ঘটনাকে অনেকেই ঠিক মেনে নিতে রাজি ছিলেন না। সেক্ষেত্রেও বিজেপিকে সমর্থন জানান উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই ভাবে মায়াবতী আগামী লোকসভা নির্বাচনের আগে বিজেপির সঙ্গে জোটের পথ পরিষ্কার করছেন বলেই দাবি রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের।