বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরেও শেষ হল না অপেক্ষার! বাংলাদেশের জেলে বন্দি চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) জামিনের আবেদন বৃহস্পতিবার হয়ে গেল খারিজ। এর ফলে ফের চিন্ময়কৃষ্ণ দাসকে জেলেই থাকতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ২৫ নভেম্বরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশ।
জামিন পেলেন না চিন্ময়কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das):
ঠিক তারপরের দিনই অর্থাৎ ২৬ নভেম্বর আদালতের নির্দেশে তাঁর জেল হয়। তখন থেকেই মহম্মদ ইউনূসের সরকার তাঁকে বিভিন্ন উপায়ে জেল থেকে বেরোতে দেয়নি। এমতাবস্থায়, বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে চিন্ময়কৃষ্ণের (Chinmoy Krishna Das) শুনানির কথা ছিল। সেখানেই তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়।
জানিয়ে রাখি, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মৌলবাদীদের হাতে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রান্তের বিষয়ে সরব হয়েছিলেন চিন্ময়কৃষ্ণ (Chinmoy Krishna Das)। বিভিন্ন কর্মসূচিতেও অংশগ্রহণ করেন তিনি। কিন্তু, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে প্রতিবাদের এই মুখকে জেলবন্দি করা হয়। এদিকে, আজকের এই শুনানির বিষয়ে আদালতে উপস্থিত আইনজীবীরা জানিয়েছেন, “শান্তিপূর্ণভাবে আজকের শুনানি হলেও সেখানে চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদন খারিজ হয়ে গেছে।”
আরও পড়ুন: আর মিলবে না রেহাই! এবার গৌতম গম্ভীরকে দেওয়া হল ডেডলাইন, তুমুল হইচই ভারতীয় ক্রিকেটে
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) হয়ে আদালতের সওয়াল করেছিলেন ১১ জন আইনজীবী। এদিকে, চট্টগ্রাম আদালত জানিয়েছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সাজা যাবজ্জীবন পর্যন্ত হতে পারে। এমতাবস্থায়, মনে করা হচ্ছে যে চিন্ময়কৃষ্ণকে “রাষ্ট্রদ্রোহী” হিসেবে চিহ্নিত করে দীর্ঘ সময় ধরে তাঁকে জেলেই আটকে রাখতে চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এমতাবস্থায়, শুনানি হলেও জামিনের আবেদন খারিজ হওয়ার বিষয়ে স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবীরা।
আরও পড়ুন: নতুন বছরের প্ৰথম দিনে বড়সড় স্বস্তি! লাফিয়ে দাম কমল LPG সিলিন্ডারের, জানুন নতুন রেট
এদিকে, এই বিষয়টির পরিপ্রেক্ষিতে ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানিয়েছেন যে, “নিঃসন্দেহে বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমেরিকা থেকে শুরু করে পার্লামেন্টের রাজনীতিবিদরাও প্রত্যেকেই আশা করেছিলেন আজকে তাঁর (Chinmoy Krishna Das) জামিন হয়ে যাবে। কিন্তু এখন জানতে পারছি যে, জামিনের আবেদন খারিজ হয়েছে।” এর পরবর্তী পদক্ষেপের বিষয়ে তিনি জানিয়েছেন “আইনজীবীরা রয়েছেন। তাঁরা নিশ্চয়ই আপিল করবেন কি না সেই সিদ্ধান্ত নিচ্ছেন। তবে আজ তাঁরা কোর্টে দাঁড়াতে পেরেছেন।” এর পাশাপাশি চিন্ময়কৃষ্ণ দাসের শারিরীক অবস্থা নিয়ে উদ্বিগ্ন থাকা রাধারমণ দাস এটাও জানান যে, “সংবাদমাধ্যমের তরফ থেকেই আমরা তাঁর খবর জানতে পারছি। আমরা ভেবেছিলাম আজ যখন উনি জেল থেকে বেরোবেন তখনই আমরা ওঁকে দেখতে পাব। কিন্তু, সেটা হয়নি।”