বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এরপর কেটে গিয়েছে প্রায় আড়াই বছর। এখনও জেলমুক্তি হয়নি তাঁর। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Primary Recruitment Scam) ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় জেলবন্দি পার্থ। এবার সিবিআইয়ের (CBI) মামলাতেই তাঁর জামিন নিয়ে বড় রায় দিয়ে দিল আদালত।
সিবিআইয়ের মামলায় জামিনের আবেদন জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)!
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৪ সালের অক্টোবর মাসে প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করেছিল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দেওয়া চার্জশিটে ছত্রে ছত্রে রয়েছে তাঁর নাম। পার্থকেই এই দুর্নীতি কাণ্ডের মূল ‘মাথা’ বলেছিল সিবিআই। প্রাক্তন মন্ত্রীর তৎকালীন ওএসডি-ও গোপন জবানবন্দি দেন। এমতাবস্থায় পার্থ জামিন পেলে মামলার তদন্ত ব্যাহত হতে পারে। এই যুক্তিতে জামিনের আবেদনের বিরোধিতা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সেই দাবিতে মান্যতা দিয়ে জামিনের আর্জি খারিজ করে দিলেন বিচারক।
বৃহস্পতিবার বিচারভবনের বিচারক বলেন, ‘চার্জশিট ও যাবতীয় তথ্যপ্রমাণের ভিত্তিতে এটা স্পষ্ট, নিয়োগ মামলায় পার্থর সরাসরি যোগ রয়েছে’। সেই সঙ্গেই আদালতের পর্যবেক্ষণ, আত্মপক্ষ সমর্থনে যথাযথ কোনও যুক্তি খাঁড়া করতে পারেননি প্রাক্তন মন্ত্রী। পাশাপাশি তাঁকে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) কাণ্ডের অন্যতম ‘মাথা’ হিসেবে চিহ্নিত করেছে আদালত।
আরও পড়ুনঃ ‘দাগি’ নন এমন শিক্ষকরা স্কুলে যেতে পারবেন! ২৬০০০ কাণ্ডে নিয়োগ নিয়েও বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
পার্থর জামিনের আবেদন খারিজ করে বিচারক জানান, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলার তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এই অবস্থায় অন্যতম অভিযুক্ত পার্থকে যদি জামিন দেওয়া হয় তাহলে তদন্তপ্রক্রিয়া ব্যাহত হতে পারে।
উল্লেখ্য, পার্থর জামিন মামলার শুনানি শেষ হয়েছিল গত ৩ এপ্রিল। সেদিন প্রাক্তন মন্ত্রীর আইনজীবী বিপ্লব গোস্বামী আদালতে বলেন, তাঁর মক্কেলের একাধিক শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে। বহুদিন এই মামলায় পার্থর নামও আসেনি। কোনও প্রকার জেরা করা হয়নি তাঁকে। কিন্তু তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে হেফাজতে রয়েছেন তাঁর মক্কেল। অথচ বাকিরা কিছুদিন হেফাজতে থাকার পরই ছাড়া পেয়েছেন। তাই যে কোনও শর্তে পার্থকে জামিন দেওয়ার আবেদন জানান তাঁর আইনজীবী।
গত ১১ এপ্রিল এই মামলার রায়দান করার কথা ছিল। তবে সেদিন বিচারক হাজির হননি। যার জেরে রায়দান স্থগিত রাখা হয়। জানানো হয়, ১৭ এপ্রিল পার্থর জামিন মামলায় (Bail Plea) রায় দেবে আদালত। এরপর থেকেই রায়ের অপেক্ষায় ছিলেন অনেকে। অবশেষে পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন রায়দান করেন বিচারক।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি কাণ্ডে দীর্ঘদিন ধরে উত্তাল রাজ্য। নাম জড়িয়েছে একাধিক ‘প্রভাবশালী’র। তাঁদের মধ্যে অন্যতম হলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। প্রাক্তন শিক্ষামন্ত্রী এই দুর্নীতি কাণ্ডের ‘মাথা’! আদালতে এমনটাই জানিয়েছে সিবিআই। এবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল আদালত।