৫ ডিসেম্বর…! প্রাথমিকে CBI-এর মামলায় পার্থর জামিনের আবেদনে নয়া মোড়! জোর শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ আজও কপাল খুলল না! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিন-ভাগ্য কার্যত পরোক্ষভাবে কলকাতা হাইকোর্টেই ঝুলে রইল। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমে ইডি, এরপর সিবিআইয়ের হাতে গ্রেফতার হন এই রাজ্যের এই দাপুটে রাজনীতিক। বিচার ভবনে বিশেষ সিবিআই আদালতে তিনি জামিনের (Bail) আর্জি জানান। তবে জানা যাচ্ছে, কার এজলাসে সেই শুনানি হবে, সেটা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে।

  • আদালতে ঝুলেই রইল পার্থর (Partha Chatterjee) জামিন-ভাগ্য!

জানা যাচ্ছে, কোন এজলাসে সিবিআইয়ের (CBI) মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিনের আবেদনের শুনানি হবে সেটা ঠিক না হওয়া অবধি শুনানি স্থগিত থাকবে। বিচার ভবনে আগামী ৫ ডিসেম্বর জামিনের মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে খবর।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হাইকোর্টের নির্দেশ মতো বিচার ভবনের ৪টি বিশেষ সিবিআই আদালতে সব মামলা ভাগ করে দেওয়া হয়েছে। এই ভাগ-কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে মামলা হয়েছে। সেই মামলা এখনও বিচারাধীন। ফলত প্রাথমিকে সিবিআইয়ের মামলায় জামিনের আবেদন জানিয়ে পার্থ (Partha Chatterjee) নিম্ন আদালতে যে আর্জি জানিয়েছেন সেটা আপাতত ঝুলেই আছে।

আরও পড়ুনঃ অ্যাকাউন্টে ঢুকবে ১৩,১৫৮ টাকা! চুক্তিভিত্তিক শ্রমিকদের DA বাড়াল রাজ্য সরকার! কবে থেকে মিলবে?

অন্যদিকে সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ৪ জনকে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। তবে পার্থ চট্টোপাধ্যায় সহ বাকি ৫ জনের জামিনের ক্ষেত্রে সহমত হতে পারেননি দুই বিচারপতি। জাস্টিস অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সবার জামিন মঞ্জুর করেছিলেন। তবে বিচারপতি অপূর্ব সিনহা রায় পাঁচ জনকে জামিন দিতে চাননি। ফলে এবার উচ্চ আদালতের (Calcutta High Court) তৃতীয় বেঞ্চকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

Partha Chatterjee bail plea delayed in recruitment scam case

উল্লেখ্য, ২০২২ সালের ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন পার্থ (Partha Chatterjee)। মাঝে কেটে গিয়েছে দু’বছরের অধিক সময়। এখনও জেলের মধ্যেই দিন কাটছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। একাধিকবার জামিনের আবেদন জানালেও এখনও অবধি কোনও সুরাহা হয়নি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর