ফের বেকায়দায় রামদেব! একই “ভুল”-এর জন্য এবার গ্রেফতারি পরোয়ানা জারি যোগগুরুর বিরুদ্ধে

বাংলাহান্ট ডেস্ক : আবারো বিপাকে পড়লেন বাবা রামদেব (Ramdev)। একই ‘ভুল’ এর পুনরাবৃত্তি করে ফের আইনি জটিলতায় জড়িয়েছেন তিনি। এবার জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হল রামদেবের বিরুদ্ধে। বিভ্রান্তিকর বিজ্ঞাপন ছড়ানোর অভিযোগে সোমবার কেরলের এক নিম্ন আদালত জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে রামদেবের (Ramdev) বিরুদ্ধে। রেহাই পাননি পতঞ্জলির অপর সহ প্রতিষ্ঠাতা আচার্য বালকৃষ্ণও।

গ্রেফতারি পরোয়ানা জারি হল রামদেবের (Ramdev) বিরুদ্ধে

জানা গিয়েছে, পতঞ্জলির অধীনস্থ দিব্য ফার্মাসির বিরুদ্ধে উঠেছে বিভ্রান্তিকর বিজ্ঞাপন ছড়ানোর অভিযোগ। এই মামলায় গত ১৬ ই জানুয়ারি কেরলের পালাক্কড় আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রামদেব (Ramdev) এবং আচার্য বালকৃষ্ণকে। কিন্তু তাঁরা হাজিরা দেননি। তারপরেই এই গ্রেফতারি পরোয়ানা জারি হয় দুজনের বিরুদ্ধে।

Bailable arrest warrant issued against ramdev

কী অভিযোগ রামদেবের বিরুদ্ধে: উল্লেখ্য, এই একটি মামলা নয়, কেরলের আরো বিভিন্ন জায়গায় দিব্য ফার্মেসির কিছু বিজ্ঞাপনকে ঘিরে ফৌজদারি মামলা দায়ের হয়েছে। এই সংস্থার বিরুদ্ধে রয়েছে অ্যালোপ্যাথি সহ নানান আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে অবজ্ঞা এবং কিছু অপ্রমাণিত দাবি করার মতো অভিযোগ উঠেছে। কেরলের কোড়িকোড়েও মামলা দায়ের হয়েছে এ বিষয়ে।

আরো পড়ুন : ‘তোমাদের রাণী’র দুর্দান্ত সাফল্যের পর নতুন মেগায় অভিকা, প্রকাশ্যে এল সিরিয়ালের টাইম স্লট

আগেও করেছেন একই ভুল: অবশ্য পতঞ্জলি তথা রামদেব (Ramdev) আগেও জড়িয়েছেন আইনি জালে। বিভ্রান্তিকর বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই সংস্থার বিরুদ্ধে। সে সময় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন পতঞ্জলির বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল।

আরো পড়ুন : ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য ইউনূসের উপদেষ্টার! এবার কি ছক কষছে বাংলাদেশ?

মামলা সুপ্রিম কোর্টে উঠলে আদালতের তরফে বলা হয়েছিল, এমন মিথ্যে বিজ্ঞাপনী প্রচার বন্ধ না করা হলে পতঞ্জলি সংস্থাকে জরিমানার মুখে পড়তে হবে। মামলায় হলফনামায় রামদেব উল্লেখ করেছিলেন, এই ভুলের জন্য তিনি দুঃখিত। এমন ভুলের পুনরাবৃত্তি আর হবে না। কিন্তু আবারো একই কাণ্ড ঘটিয়ে আইনি ফাঁসে পড়লেন রামদেব।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর