লক্ষ্য যত বড়ই হোক, আমরা তাড়া করবো, ভারতকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন বেয়ারস্টো

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এজবাস্টনে তৃতীয় দিনের শেষে ভারতের লিড ছিল ২৫৭ রানের। ভারতের হাতে রয়েছে এখনও ৭ টি উইকেট। পন্থ, জাদেজা, শ্রেয়াস আইয়াররা এই লিডকে ৪০০ রানের ওপর নিয়ে যাবার চেষ্টা করবেন। হার মানছে না ইংল্যান্ড এটা স্পষ্ট করে দিয়েছেন জনি বেয়ারস্টো নিজে।

গতকাল একসময় ইংল্যান্ড অত্যন্ত বেকায়দায় পড়ে গিয়েছিল। সেখান থেকে বেয়ারস্টোর শতরান ইংল্যান্ডকে লড়াই করার মতো জায়গায় নিয়ে আসে। এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে আক্রমনাত্মক ক্রিকেট খেলে ৩-০ ফলে জয় পেয়েছিল ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট হয়েছে একই রকম সাহসী ক্রিকেট খেলার কথা বলেছিলেন অধিনায়ক বেন স্টোকস।

1656861849457

গতকালের ম্যাচের শেষে একই রকম সুর শোনা গিয়েছিল জনি বেয়ারস্টোর গলায়। সাংবাদিক সম্মেলনের স্পষ্ট করে দেন যত বড় টার্গেটে ভারত তাদের সামনে রাখুক না কেন তারা সেই টার্গেটটি অর্জন করার জন্য ঝাঁপাবে। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ ইনিংসে বেশ কয়েকবার বড় রান তাড়া করে জয় পেয়েছে তারা। নিউজিল্যান্ডের চতুর্থ ইনিংসে ভারত ইংল্যান্ডের সামনে অনেক বড় রানের লক্ষ্য রাখতে চলেছে।

সিরিজে ২-১ ফলে এগিয়ে রয়েছে ভারত। ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ জয়ের কোনো সম্ভাবনা নেই। ম্যাচ ড্র করলেও ভারত সিরিজ জিতে বেরিয়ে যাবে। তাই ভারতীয় বোলিংকে পাল্টা আক্রমণ করায় একমাত্র রাস্তা হিসেবে খোলা রয়েছে ইংল্যান্ডের সামনে। তার আগে পুজারা পন্থদের যত তাড়াতাড়ি সম্ভব অলআউট করতে হবে তাদের।

Reetabrata Deb

সম্পর্কিত খবর