ইস্তফা দিলেন না বৈশাখী,কারণ ‘পার্থবাবু নিষেধ করেছেন’

বাংলা হান্ট ডেস্ক : বৃহস্পতিবার ইস্তফা দিলেন না বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তবে ইস্তফার সিদ্ধান্তে তিনি অনড়।বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার সিদ্ধান্ত ভাঙলেন পার্থ চট্টোপাধ্যায়! বুধবার সাংবাদিক বৈঠক ডেকে শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ জানিয়ে কাঁদতে কাঁদতে কলেজ অধ্যক্ষার পদ থকে ইস্তফার সিদ্ধান্ত জানিয়েছিলেন বৈশাখী।

তবে বৃহস্পতিবার সকালে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পর আজ আর ইস্তফা দিলেন না বৈশাখী।বৃহস্পতিবার শেষ পর্যন্ত ‘ব্যস্ততা’র কারণেই মিল্লি আল আমিন কলেজের অধ্যক্ষার পদ থেকে ইস্তফাপত্র আচার্য তথা রাজ্যপালকে পাঠালেন না বৈশাখী দেবী।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে বৈশাখী এদিন বললেন, “ওঁর অ্যাপোয়েন্টমেন্ট পাইনি আজ। আমিও একটা কাজে ব্যস্ত ছিলাম”। তবে কি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈশাখীর মধুরেণ সমাপয়েৎ হল? বৈশাখীর দাবি, ইস্তফার সিদ্ধান্ত থেকে তিনি সরবেন না।ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, “সকালে পার্থবাবুকে ফোন করেছিলাম। উনি বলেছেন, আবেগের বশে এমন সিদ্ধান্ত নিও না। উনি গোটা বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। পার্থ বাবু বলেছেন, দোষীরা শাস্তি পাবেই। আমায় ইস্তফার সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ করেছেন। আমি বললাম, আমার কথায় আঘাত পেয়ে থাকলে খুবই লজ্জিত। আসলে ওঁর উপর তো কোনও রাগ নেই”।তবে কী ইস্তফা দিচ্ছেন না বৈশাখী?
উত্তর কিছুটা অধরা থেকেই যায়।


সম্পর্কিত খবর