ফিক্সড ডিপোজিটে ব্যাপক সুদ বাড়াল এই ফাইন্যান্স কোম্পানি, এবার আরও লাভবান হবেন আপনি

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India) তাদের রেপো রেট (Repo rate) বৃদ্ধি করেছে। এর ফলে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকগুলি বাড়িয়েছে ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতের সুদের হার। সম্প্রতি বাজাজ ফাইন্যান্স (Bajaj Finance) স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) এর উপর সুদ বৃদ্ধির ঘোষণা করেছে। নতুন সুদের হারে বার্ষিক সর্বোচ্চ ৮.২০% সুদ পাবেন বয়স্ক নাগরিকরা।

এই নতুন সুদের হার কার্যকর হবে ৪ঠা মার্চ ২০২৩ থেকে। বাজাজ ১৫ থেকে ২৩ মাসের মেয়াদী স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি করেছে ৩৫ বেসিস পয়েন্ট পর্যন্ত। বাজাজ ফাইন্যান্স জানিয়েছে, ৬০ বছর বয়সের কম আমানতকারীরা ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ ৭.৯৫% পর্যন্ত সুদ পাবেন। ৩৩ মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিট অ-প্রবীণ ব্যক্তিরা বার্ষিক ৭.৭৫% সুদ পাবেন। বয়স্ক ব্যক্তিরা এক্ষেত্রে ৮% পর্যন্ত সুদ পাবেন।

নিয়মিত সময়ের ফিক্সড ডিপোজিটে সাধারণ জনগণের জন্য রেট:

১২ থেকে ১৪ মাসের জন্য ৭.৪০ শতাংশ। ১৫ থেকে ২৩ মাসের জন্য ৭.৫০ শতাংশ। ২৪ মাসের জন্য ৭.৫৫ শতাংশ। ২৫ থেকে ৩৫ মাসের জন্য ৭.৩৫ শতাংশ। ৩৬ থেকে ৬০ মাসের জন্য ৭.৬৫ শতাংশ।

সাধারণ জনগণের জন্য বিশেষ সময়ের সুদের হার:

১৫ মাসের জন্য ফিক্সড ডিপোজিটে ৭.৪৫ শতাংশ। ১৮ মাসের জন্য ফিক্সড ডিপোজিটে ৭.৪০ শতাংশ। ২২ মাসের জন্য ফিক্সড ডিপোজিটে ৭.৫০ শতাংশ। ৩০ মাসের জন্য সুদের হার ৭.৪৫ শতাংশ। ৩৩ মাসের জন্য সুদের হার ৭.৭৫ শতাংশ। ৪৪ মাসের জন্য ৭.৯৫ শতাংশ সুদ।

Bajaj Finance

প্রসঙ্গত উল্লেখ্য, প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে বাজাজ ফাইন্যান্স আরোও বেশি সুদের হারের বন্দোবস্ত করেছে। এক্ষেত্রে প্রবীণ ব্যক্তিরা প্রতিটি ক্ষেত্রেই উল্লেখিত সুদের হারের .২৫% সুদ বেশি পাবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর