Bajaj তৈরি করে ফেলল দ্বিতীয় Nano! বাইকের দামেই মিলবে দুর্দান্ত মাইলেজের এই গাড়ি

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি বৈদ্যুতিক গাড়ির আকারে ন্যানো (Nano)-র ফের লঞ্চের খবর সামনে এসেছিল। যেটিকে ঘিরে ইতিমধ্যেই গ্রাহকদের মধ্যে চরম আগ্রহ পরিলক্ষিত হয়েছে। ঠিক সেই আবহেই এবার আরও একটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে। মূলত, এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাজাজের Qute গাড়িটি। এই গাড়িটি বাজাজ ২০১৮ সালে লঞ্চ করেছিল। কিন্তু এটিকে প্রাইভেট ভেহিক্যাল হিসেবে বাজারে প্রবেশ করানো হয়নি।

মূলত, এই গাড়িটিকে একটি কোয়াড্রিসাইকেল ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছিল। পাশাপাশি, সেই সময়ে এটির দাম নির্ধারিত হয় ২.৪৮ লক্ষ টাকা। তবে, এবার কিউট নামের ওই গাড়িটি প্রাইভেট কার হিসেবে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি, ইতিমধ্যেই এটি NCAT থেকে অনুমোদনও পেয়েছে। এই গাড়িটিতে চারজন বসতে পারবেন। পাশাপাশি, এটির দাম ২.৮০ লক্ষ থেকে ৩ লক্ষ টাকার মধ্যেই থাকবে।

কাকে বলে কোয়াড্রিসাইকেল: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কোয়াড্রিসাইকেল হল এমন একটি যান যেটিকে তিন এবং চারচাকা বিশিষ্ট যানবাহনের মধ্যবর্তী বিভাগে রাখা হয়। এমনিতে, এগুলি গাড়ির সমস্ত নিয়ম অনুসরণ না করলেও যখন একটি গাড়ি হিসেবে এগুলিকে লঞ্চ করা হয়, তখন সেগুলিকে গাড়ির জন্য তৈরি করা সমস্ত নিয়ম অনুসরণ করতে হয়। পাশাপাশি, বাজাজের Qute-এর ক্ষেত্রে রুফ অর্থাৎ ছাদেরও ব্যবস্থা রয়েছে। যার কারণে এটি হুবহু গাড়ির মতো দেখতে লাগে।

করা হয়েছে কিছু পরিবর্তন: আপাতত Qute-এর ক্ষেত্রে কিছু পরিবর্তন করা হয়েছে সংস্থার তরফে। পাশাপাশি, নন-ট্রান্সপোর্ট ভেহিক্যাল ক্যাটাগরিতে অনুমোদন পাওয়ার পর এটির ওজন বাড়ানো হয়েছে ১৭ কেজি। গাড়িটি একটি ২১৬ CC-র একক সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত হবে যা ১২ bhp শক্তি উৎপাদন করবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, গাড়িটির সর্বোচ্চ গতি হবে ৭০ থেকে ৮০ কিমি প্রতি ঘণ্টা। এর আগে, বাণিজ্যিক বাহন হিসেবে আসা Qute-এর একটি CNG ভেরিয়েন্টও ছিল। এখন মনে করা হচ্ছে প্রাইভেট কার হিসেবে পেট্রোলের পাশাপাশি এতে CNG এবং LPG ভেরিয়েন্টও উপলব্ধ হবে।

whatsapp image 2023 01 20 at 5.54.02 pm

ইঞ্জিন থাকবে পেছনে: Cute গাড়িটিতে চালকসহ ৪ জন বসতে পারবে। পাশাপাশি, এটিতে ন্যানোর মতো ইঞ্জিনটি পেছনে থাকবে। এমতাবস্থায়, এই গাড়ির সাথে এসি, এয়ারব্যাগ, ডিস্ক ব্রেক এবং পাওয়ার স্টিয়ারিংয়ের মতো ফিচার্সও উপলদ্ধ থাকবে। পাশাপাশি, গাড়িটিতে থাকবে স্লাইডিং এবং ম্যানুয়াল উইন্ডো। এছাড়াও, Cute-এ একটি 6 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স থাকবে। যার মধ্যে 5 স্পিড সিকুয়েন্সিয়াল ফ্রন্ট এবং একটি রিয়ার অর্থাৎ ব্যাক গিয়ার থাকবে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই মডেলের মাইলেজ হবে প্রতি লিটারে প্রায় ৩৬ কিলোমিটার। পাশাপাশি, এটি একটি চার দরজা বিশিষ্ট গাড়ি হিসেবেও পরিগণিত হবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর