‘আশ্রম’ সংষ্কৃতীর অবমাননা, ববি দেওলের ওয়েব সিরিজের সেটে বজরং দলের তাণ্ডব, মুখ কালো করা হল পরিচালকের!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আবারো বিতর্কের মুখে হিন্দি ওয়েব সিরিজ। ‘আশ্রম’ (ashram) এর তৃতীয় সিজনের শুটিং সেটে ঢুকে তাণ্ডব চালালৌ বজরং দল। কালি ছেটানো হল পরিচালক প্রকাশ ঝা এর মুখে। তবে ওয়েব সিরিজের মূল অভিনেতা ববি দেওল (bobby deol) নিরাপদে রয়েছেন বলেই খবর।

কিন্তু এমন আচমকা হামলা কেন? বজরং দলের অভিযোগ, পরিচালক প্রকাশ ঝা ভারতের আশ্রম সংষ্কৃতীকে অপমান করছেন। ওয়েব সিরিজের নাম বদলানোর দাবি নিয়েই শুটিং সেটে হামলা করে তারা। বজরং দলের তরফে বলা হয়েছে, সিরিজের নাম বদলালে তবেই মিলবে শুটিংয়ের অনুমতি। নচেৎ শুটিং তো বন্ধ হবেই, এমনকি ওয়েব সিরিজটির মুক্তি পর্যন্ত আটকে দেওয়া হবে।


বজরং দলের বক্তব‍্য, আশ্রম ভারতের দীর্ঘদিনের পুরনো সংষ্কৃতি। কিন্তু একটি আশ্রমে ঘটা অপরাধের জন‍্য পরিচালক প্রকাশ ঝা ভারতের সব আশ্রমের অপমান করছেন। এটা চলতে পারে না। তাই বদলাতে হবে নাম। পরিচালকের পাশাপাশি অভিনেতা ববি দেওলকেও সতর্ক করেছে বজরং দল।

বজরং দলের আয়োজক সুশীল ববিকে পরামর্শ দিয়েছেন, নিজের দাদা সানি দেওলকে দেখে কিছু শিখতে। তিনি একাধারে অভিনেতা এবং বিজেপি সাংসদও বটে। বহু দেশপ্রেমের ছবিতে অভিনয় করেছেন কিন্তু কোনো বিতর্কের মুখে পড়তে হয়নি সানিকে। ববির উচিত দাদাকে দেখে শেখা, বক্তব‍্য বজরং দলের।

রবিবার মধ‍্যপ্রদেশের ভোপালের অরোরা হিলস এলিকায় চলছিল আশ্রম ওয়েব সিরিজের শুটিং। আচমকা সেখানে এসে হানা দেয় বজরং দলের সদস‍্যরা। ভাঙচুর চলে সেটে। পরিচালক প্রকাশের মুখে কালি ছিটিয়ে দেওয়া হয়। সেদিন শুটিং সেটে ববিকে হাতে না পেলেও তাঁর খোঁজ চালাচ্ছে বজরং দল। তবে জানা গিয়েছে, এই ঘটনার পরেই বজরং দলের আয়োজক  সুশীলের সঙ্গে আলোচনা করেছেন পরিচালক। আশ্রম ওয়েব সিরিজের নাম বদলাতেও নাকি রাজি হয়েছেন তিনি।

এর আগেও বিতর্কে জড়িয়েছিল এই ওয়েব সিরিজটি। সেবার কর্ণি সেনার তরফে আইনি নোটিস পাঠানো হয়েছিল সিরিজ এর সম্প্রচারকারী OTT প্ল‍্যাটফর্মকে। সেই সঙ্গে ওয়েব সিরিজের পরিচালক প্রকাশ ঝা কেও পাঠানো হয়েছিল নোটিস।

কর্ণি সেনার অভিযোগ ছিল, ববি দেওল অভিনীত ‘আশ্রম’ ওয়েব সিরিজটি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগ ও সংষ্কৃতিতে আঘাত হেনেছে। সেই কারণেই ওই ওয়েব সিরিজটির সম্প্রচারকারী সংশ্লিস্ট OTT প্ল‍্যাটফর্মকে আইনি নোটিস পাঠানো হয়।

সম্পর্কিত খবর

X