‘আমাদের কোন মুসলিম কর্মী নেই, সমস্ত কর্মীই জৈন ধর্মের!” এরকম বৈষম্যমূলক বিজ্ঞাপন দেওয়ায় গ্রেফতার বেকারির মালিক

বাংলা হান্ট ডেস্কঃ ধার্মিক বৈষম্যমূলক বিজ্ঞাপন ছাপার জন্য চেন্নাই এর এক বেকারি (Bakery) মালিকের ইরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, ওই বেকারির মালিক নিজের প্রোডাক্ট নিয়ে একটি বিজ্ঞাপন ছাপিয়েছিলেন।

ওই বিজ্ঞাপনে তিনি সমস্ত তথ্যের সাথে লিখেছিলেন যে, এই সমস্ত জিনিষ জৈন ধর্মের স্টাফ বানায়। ওই প্রোডাক্ট গুলো কোন মুসলিম কর্মচারীদের দিয়ে বানানো হয়নি। এই ধার্মিক বৈষম্য মূলক বিজ্ঞাপন প্রচার করার অভিযোগে বেকারির মালিককে গ্রেফতার করা হয়েছে।

bakery

পুলিশ মামলা দায়ের করে মামলার তদন্ত করছে। এই বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে শেয়ার করেছে। দেশের অনেক জায়গা থেকেই করোনার সঙ্কটের পর মুসলিমদের নিয়ে নানান বৈষম্যমূলক কাজ করার অভিযোগ উঠেছে। বেশ কিছু জায়গায় মুসলিম সবজি বিক্রেতাদের না যাওয়ার জন্য হুমকিও দেওয়া হয়েছে। আর আবার এই বিজ্ঞাপন দেশের ধর্মনিরপেক্ষ হওয়া নিয়ে বড় প্রশ্ন তুলেছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর