ওভারলোডিং বালি গাড়ি যাতায়তের ফলে রাস্তা বেহাল

ইন্দ্রানী সেন, বাঁকুড়া: ওভারলোডিং বালির গাড়ি চলাচল বন্ধ করতে বিশেষ উদ্যোগ নিল স্থানীয় বাসিন্দাদারা। দীর্ঘদিন ধরে বাঁকুড়ার ইন্দাস ব্লক এলাকায় ওভারলোডিং গাড়ি চলাচলেরজন্য রাস্তার ক্ষতি হচ্ছে বলে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করে সুরাহা না মেলায় নিজেরাই উদ্যোগী হয়ে এই কাজ করেছেন বলে দাবী করেছেন ইন্দাসের স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার গভীর রাতে রসুলপুর থেকে ইন্দাস আসার পথে পাঁচটি ওভার লোডিং বালি গাড়ি আটক করেন বাঁকুড়ার ইন্দাসের সুপার মার্কেট এলাকার বাসিন্দারা। পরে সংশ্লিষ্ট বালি গাড়ি গুলি পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা মুকুল মিত্র, ইন্দ্রনীল হালদারদের অভিযোগ,”নিয়মিত ওভারলোডিং বালি গাড়ি যাওয়ার ফলে রাস্তার উপর বিশালাকার গর্ত তৈরী হচ্ছে। বিষয়টি বার বার পুলিশ, ভূমি দপ্তর, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের বার বার জানিয়েও কোন কাজ হয়নি।নিজেদের নিরাপত্তা রক্ষার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

74d64 4506ee1e 21f9 4ad4 8ae8 d98b418e09d5” তাঁরা আরও জানিয়েছেন, ওভারলোডিং বালি গাড়ি যাতায়তের ফলে রাস্তা বেহাল হয়ে পরেছে যেকোন সময় দূর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।”

সম্পর্কিত খবর