আজই হয়েছিল বালাকোট এয়ার স্ট্রাইক

কেটে গেছে এক বছর। আজ থেকে এক বছর আগেই নেওয়া হয় প্রতিশোধ। ২৬ ফেব্রুয়ারি ২০১৯ সালে ভারতীয় বিমানবাহিনীর ১২ টি  জেট বিমান নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে বালাকোটে  একটি সন্ত্রাসী ঘাঁটিতে আঘাত করে।  জেট বিমান মিরাজ ২০০০ জইশ-ই-মহম্মদের ঘাটিতে হামলা চালায়।

ভারতীয় পররাষ্ট্র সচিব বিমান হামলাটিকে “অসামরিক, স্বতপ্রণোদিত বিমান হামলা” বলে অভিহিত করেছেন। গত বছর ১৪ই ফেব্রুয়ারি সন্তাসবাদিদের আক্রমনে প্রান যায় বহু ভারতীয় জওয়ানদের । আর এই বদলা নিতেই আক্রমন চালায় ভারত।পাকিস্তান জানায় ভারতের বিমানগুলি বালকোটের কাছে এসে একটি পেলোড ফেলে এমনকি একটা খোলা জায়গায় তারা  ভারতীয় যোদ্ধা বোমা ফেলতে দেখতে পায় । AIRকিন্তু কোন হতাহতের বা ক্ষতি হয়নি বলে দাবী করা হয়।এটি ১৯৭১ সালের যুদ্ধের পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম বিমান হামলা ছিল।  কিছু ভারতীয় সংবাদ চ্যানেল চকোতি ও মুজাফ্ফরাবাদে সন্ত্রাসী লঞ্চ প্যাডগুলিতে ভারতের আরো দুটি বিমান হামলার খবর দিয়েছে। আর অপারেশনের সময় ২০০ থেকে ৩০০ জন জঙ্গি নিহত হয়েছে বলে খবর মেলে।

   

আর এরপরে ভারতীয়দের সেই চাপা রাগ আনন্দে পরিনত হয়। কিন্তু এক্ষেত্রেও অনেক কথা শোনা যায়। অনেকে বলেন এমন কিছুই ঘটেনি , ব্যপারটা সাজানো।

সম্পর্কিত খবর