মানুষের পাশে দাঁড়াতে রিকশার বদলে এবার টোটো কিনলেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী

বাংলা হান্ট ডেস্কঃ একদিন তার রিকশায় সওয়ার হয়ে জিজীবিষা শব্দের মানে জিজ্ঞেস করেছিলেন মহাশ্বেতা দেবী। আর তারপর থেকেই বদলে যায় মনোরঞ্জন ব্যাপারীর জীবন। একের পর এক লেখায় জীবনের গল্প তুলে ধরেছেন তিনি। ইতিবৃত্তে চণ্ডাল জীবন, অন্য ভুবন, জিজীবিষার গল্প প্রভৃতি নানা গ্রন্থে উঠে এসেছে তার দলিত জীবনের কাহিনী। মহাশ্বেতার হাত ধরে সাহিত্যের অঙ্গনে প্রবেশ করা এই রিকশাচালক মনোরঞ্জন ব্যাপারীকেই এবার বলাগড় থেকে বিধানসভার প্রার্থী করেছিল তৃণমূল। পরিচিত হাফ শার্ট আর গলায় গামছা দিয়ে রিকশা চালিয়েই মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন তিনি। যাত্রী আসনে সাজানো ছিল তার লেখক জীবনের ২১ টি গ্রন্থ।

অবশেষে দিদির বিশ্বাসের মান রাখতে পেরেছেন মনোরঞ্জন। বলাগড় থেকে তাকে নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছে মানুষ। এবার মানুষের পাশে দাঁড়াতেই রিকশার বদলে টোটো কিনলেন এই নবনির্বাচিত বিধায়ক। নতুন টোটোর চালক আসনে বসে তার ছবিও পোস্ট করলেন ফেসবুকে। ক্যাপশনে লেখা, “আপনাদের বিধায়ক, আপনাদের সেবক। এতদিনে তার আপনাদের আশীর্বাদে, দয়া আর দানে একটা নিজের বাহন হল। যেকোনও দিন, যেকোনও সময় এই বাহন বিধায়ককে নিয়ে পৌঁছে যাবে আপনার দরজায়।”

বিধায়ক আসন উন্নীত হওয়ার পর জীবন স্বাভাবিকভাবেই অনেকটা বদলে যায়। কিন্তু মনোরঞ্জন ব্যাপারীর শিকড় যে মাটিতে তা আরও একবার বুঝিয়ে দিলেন তিনি। মনোনয়ন জমা দিতে এসেই তিনি জানিয়েছিলেন,“বিধানসভার বাইরে এবং ভিতরে সেই সব বঞ্চিত শ্রেণির জন্য লড়াই চালিয়ে যাব। কোনও আপস করব না।”
নির্বাচনে শেষ পর্যন্ত, বিজেপির নিকটতম প্রতিদ্বন্দ্বি সুভাষ চন্দ্র হালদারকে ৫৭৮৪ ভোটে পরাজিত করেন তিনি। এবার মানুষের জন্য কাজ করার শুরু। রিকশা নিয়ে আগের মতো সব জায়গায় পৌঁছানো সম্ভব নয়। সেই কারণেই এবার সঙ্গী হিসেবে টোটোকে বেছে নিলেন মনোরঞ্জন। এখন আগামী দিনে কতখানি মানুষের পাশে দাঁড়াতে পারেন তিনি সে দিকেই নজর থাকবে সকলের।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর